আল্লাহ তায়া'লার ৯৯ টি নাম........ পর্ব-২
লিখেছেন লিখেছেন এ,এস,ওসমান ২৯ মে, ২০১৫, ০৪:২৩:৫৬ রাত
وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا
“আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, সেই নামের মাধ্যমে তোমরা তাঁকে ডাক"। (সূরা আরাফঃ ১৮০)
১০। الجبار --------- আল-জাব্বার----------- দুর্নিবার
তিনি যা চান তাই হয়, সৃষ্টিকুল তাঁর কাছে পরাজিত, তাঁর মহত্বের কাছে অবনমিত,তাঁর হুকুমের গোলাম।তিনি ব্যাথাতুর ভগ্নের সহায়তা করেন,অভাবীকে স্বচ্ছল ক্রেন,কঠিনকে সহজ করেন,অসুস্থ ও বিপদাপন্নকে উদ্ধার করেন।
১১। المتكبر-------- আল-মুতাকাব্বিইর------ নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী
তিনি মজান,সকল দোষ-ত্রুটির উর্ধে।তিনি বান্দাদের প্রতি অত্যাচারের অনেক উর্ধে।সৃষ্টির অবাধ্যদেরকে পরাজিতকারী।গর্ব-অহংকারের একক অধিকারী তিনিই।
১২। الخالق -------- আল-খ'লিক্ব ---------- সৃষ্টিকর্তা
আল্লাহ তা'য়ালা যে অগণিত বস্তু সৃষ্টি করেন শব্দটি তাঁর অর্থই বহন করেছে।তিনি সৃষ্টি করতেই আছেন এবং সৃষ্টি করার এই বিশাল ক্ষমতা তাঁর মর্ধ্যে চিরকালীন।
১৩।البارئ ---------আল- বারী ------------সৃজনকর্তা
তিনি যা নির্ধারন করেছেন এবং যা সিদ্ধান্ত নিয়েছেন তাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে রূপ দান করেছেন।
১৪। المصور --------আল-মুছউইর ----------আকৃতি-দানকারী
আল্লাহ তা'য়ালা নিজের প্রজ্ঞা,জ্ঞান ও করুণা অনুযায়ী সৃষতিকুলকে ইচ্ছামত আকৃতি ও অবয়ব দান করেছেন।
১৫। الغفار --------- আল-গফ্ফার ---------- পরম ক্ষমাশীল
গুনাহগার বান্দা ক্ষমা প্রার্থনা করলে তিনি তাকে ক্ষমা করে দেন।
১৬। القهار ---------আল-ক্বহার -------------কঠোর,পরাজিতকারী,অসীম ,ক্ষমতাবান
তিনি বান্দাদেরকে বাধ্যকারী,সৃষ্টিকুলেকে তাঁর দাসে পরিণতকারী,সকলের উপর সর্বোচ্চ। তিনিই বিজয়ী,তাঁর জন্যই সকল মস্তক নত হয়,সব মুখমণ্ডল অবনমিত হয়।
১৭। الوهاب -------আল-ওয়াহ্হাব ----------সবকিছু দানকারী
বিনিময় ব্যতীত বিনা উদ্দেশ্যেই অত্যধিক দান ক্রেন।না চাইতেও অনুগ্রহ করেন।
১৮। الرزاق --------আর-রজ্জাক্ব ------------রিযিকদাতা
তিনি সৃষীকুলকে অধিকহারে রিযিক দিয়ে থাকেন।তাঁর কাছে প্রার্থনা না করতেই তিনি রিযিকের ব্যবস্থা করেন। এমনকি অবাধ্যদেরকেও তিনি রিযিক দিয়ে থাকেন।
(চলবে)
বিষয়: বিবিধ
১১৩৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বারাকাল্লাহু ফীক
বারাকাল্লাহু ফীক
বারাকাল্লাহু ফীক
পিলাচ পিলাচ ++
ভাইয়া আপনাকে ধন্যবাদ ।
বারাকাল্লাহু ফীক
চলুক....
বারাকাল্লাহু ফীক
মন্তব্য করতে লগইন করুন