শুরু হল আবারও সাইবার যুদ্ধ.........

লিখেছেন লিখেছেন এ,এস,ওসমান ১৭ মার্চ, ২০১৫, ০৮:২৪:৪৩ সকাল



কিছু দিন আগে ভারতের চলচ্চিত্র নায়ক হতে শুরু করে খেলোয়াড় ও ভারতের নাগরিক,বাংলাদেশের ক্রিকেট এবং স্বাধীনতা নিয়ে কুউক্তি করায় বাংলাদেশের সাইবার হ্যাকাররা এক যোগে ভারতীয় ওয়েবসাইডে হামলা করেছে।

এই হামলায় ভারতের প্রায় ১০০০ টি সাইডটি হ্যাক হয়েছে। যুদ্ধের প্রথম দিনই প্রায় ৫০০ টার উপরে সাইড হ্যাক হয়।

হ্যাকিংয়ের পর ওয়েবসাইটগুলোতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ছাড়াও জাতীয় দলের খেলোয়াড়দের ছবি দেয়া হয়েছে।

হ্যাকিংয়ে অংশ নিয়েছে বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স, বাংলাদেশ সাইবার আর্মি, এক্সপায়ারড সাইবার আর্মি, বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকার্স, সাইবার সোর্ড টিম সিসি ও বাংলাদেশ স্ক্রিপ্ট কিডি হ্যাকার্স।

বিষয়: বিবিধ

১১০৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309427
১৭ মার্চ ২০১৫ সকাল ০৮:৪০
হতভাগা লিখেছেন : স্বাধীনতার ব্যাপার আসলেই আমাদেরকে ভারতের ব্যাপারে একেবারে গদগদ হয়তে দেখা যায় ।

এখন খেলার উসিলায় আমাদের স্বাধীনতা নিয়ে তাদের টিটকারি হজম করতে সমস্যা কোথায় ?

ওরা সিনেমাতেও তো আমাদের স্বাধীনতা নিয়ে মজা করেছে । আমরা কি তাদের সিনেমা দেখা বন্ধ করে দিয়েছি ?

ওদের নায়ক নায়িকাদের ছবিই প্রাধান্য পায় আমাদের পত্র-পত্রিকায় , ম্যাগাজিনে এবং টিভি পর্দায় ।

এসব হ্যাকিং ফ্যাকিং আর এয়ারটেল বর্জন - অসাঢ় গর্জনের মতই , কারণ দু'দিন পর যখন লাক্সের আমন্ত্রনে দীপিকা আসবে তখন এরাই আবার দীপিকার পিছে লাইন লাগাবে ।

ভারত হল আইটি সেক্টের পৃথিবীর শীর্ষে । তারা কিছু নড়ে নড়ে বসলে বাংলাদেশের তো আইটি সেক্টরই ধ্বংস হয়ে যাবে । আইডিবি ভবনের উঁচু তলাতে তো ভারতীয়রাই বসে আছে !

আর সামান্য খেলা নিয়ে আমাদের বাংলাদেশীদের এত বড় শক্তিশালী প্রতিবেশীর সাথে এই সব যুদ্ধ টুদ্ধ খেলা সাজে না । কারণ বাংলাদেশ বিগড়ে গেলে ভারতের কিছুই করতে পারবে না , ভারত বিগড়ে গেলে সমস্যা আছে ।

তারা যদি শুধুমাত্র তাদের সিরিয়াল বাংলাদেশে দেখানো বন্ধ করে দেয় তাহলে অবস্থা কি হবে একবারও কি কল্পনা করেছেন ?
১৭ মার্চ ২০১৫ সকাল ০৮:৫০
250387
এ,এস,ওসমান লিখেছেন : আসসালামু আলাইকু। ভাই আপনি ভাল বলেছেন। তবে আপনি কি জানেন,বাংলাদেশে ভারতের সাপোর্টার দিন দিন কমছে!!!
আর হ্যাকিং এ করবে বাংলাদেশ???২০১২ সালে বাংলাদেশ যা করেছিল ইংশাল্লাহ এবারও তাই করবে।
১৭ মার্চ ২০১৫ সকাল ০৯:১১
250388
হতভাগা লিখেছেন : কি লাভ হবে এতে ?

ভারত কি সীমান্তে বাংলাদেশী মারা বন্ধ করে দেবে ? ফারাক্কা বাঁধ উঠিয়ে নেবে ?

তবে আপনি কি জানেন,বাংলাদেশে ভারতের সাপোর্টার দিন দিন কমছে!!!


০ কিভাবে কমছে ? কালকে দেখেছি তেজগা এর সাত রাস্তার মোড়ে শাহরুখ ও প্রিয়াংকার ডন-২ এর পোস্টার , যেটা আগে কখনও দেখিনি ।
১৮ মার্চ ২০১৫ সকাল ০৮:৫৫
250565
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওরা সিনেমাতেও তো আমাদের স্বাধীনতা নিয়ে মজা করেছে । আমরা কি তাদের সিনেমা দেখা বন্ধ করে দিয়েছি ?

এতা সম্ভব না, বিনোদনপ্রিয় বাংলার মানুষদের এমন বিনোদন আর কেউ দিতে পারবে না, আবার বিনোদন ছাড়া চলেও না। অতএব জানিতো, মুখে মুখে ভারতের সমালোচনা, অথচ হিন্দী ছবি না দেখলে ঘুম আসে না। কেন?

আপনার কথাগুলো খুবই বাস্তব, এই জন্যই আপনাকে এতো ভাল লাগে।
309433
১৭ মার্চ ২০১৫ সকাল ০৯:১০
মুক্তিযোদ্ধার ভাগনে লিখেছেন : কারও বাহ্যিক শয়তানী শক্তি দেখে নিজকে দূর্বল ভাবা উচিত নয়। মুমিনদের উচিত আল্লাহর সাহায্য কামনা করে ঐ সব শয়তানের অপশক্তিকে দমিয়ে দেয়ার চেষ্টা করা। যুদ্ধ যখন চলছে, চলুক।
১৭ মার্চ ২০১৫ সকাল ০৯:৩১
250389
এ,এস,ওসমান লিখেছেন : আপনি ঠিক বলেছেন। আমরা কেন চুপ করে থাকবো,আমাদের তো দেশপ্রেমে ঘারতি নেই। আমরা এক আল্লাহর সাহায্য প্রার্থনা করে লড়াই করে যাবো।
309471
১৭ মার্চ ২০১৫ দুপুর ০২:৩৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৭ মার্চ ২০১৫ দুপুর ০৩:০৫
250431
এ,এস,ওসমান লিখেছেন : আসসালামু আলাইকুম। পড়ার জন্য ধন্যবাদ
309606
১৮ মার্চ ২০১৫ সকাল ০৭:০০
শেখের পোলা লিখেছেন : কুকুরের কাজ কুকুর করেছে-------------------------------------৷
309612
১৮ মার্চ ২০১৫ সকাল ০৮:৫৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : হ্যাক করে কি সমাধান আসবে????? আর কি ক্ষতিই বা তাদের করতে পারবে? তাদের প্রযুক্তি সক্ষমতা কি আমাদের চাইতে কম?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File