সন্তানদের নিয়ে পর্নোগ্রাফি বিষয়ে চিন্তিত!!! নিজেই নিজের কম্পিউটারে পর্নোগ্রাফির সাইড অফ করুন।

লিখেছেন লিখেছেন এ,এস,ওসমান ০৮ মার্চ, ২০১৫, ১০:১৬:৫৭ রাত

মাঝে মাঝেই পত্রিকা খুলে হতবাক হয়ে যান অভিভাবকেরা। পত্রিকার প্রথম বা শেষের কোন পাতায় শোভা পায়, কিশোর-কিশোরীর পর্নোগ্রাফির প্রতি আসক্তের কোন কলাম। এক গবেষণায় দেখা গেছে, রাজধানীর প্রায় ৭৭% কিশোর-কিশোরী পর্নোগ্রাফিতে আসক্ত।বর্তমান যুগে ইন্টারনেট ছাড়া অচল।যে কারনে রাজধানীর বেশির ভাগ ছেলে- মেয়ে রা ছোট হতেই ইন্টারনেটের সাথে পরিচিত।বাবা-মা হাজার দুর্চিন্তার মাঝেও তুলে দেয় এই ইন্টারনেট নামক বস্তুটি শুধু মাত্র যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য।কিন্তু আপনি কি জানেন, আপনি একটু সর্তক হলেই আপনার সন্তানেরা বিরত থাকতে পারে পর্নোগ্রাফি নামক এই ভাইরাস হতে। আসুন শিখে নি, কি করে আমাদের সন্তানকে দূরে রাখা যায় এ কাজ হতে।

প্রথমেই বলে দিই এ সুবিধা শুধু মাত্র কম্পিউটার ইউজারদের।

কম্পিউটারের নেট ইউজাররা সাধারণত Firefox বা Google chrome ইউস করেন। এই দুটো ব্রাউজারে কি করে পর্নোগ্রাফির সাইড অফ করবেন আমি সেটা দেখাবো।

Firefox এর জন্য

(১) প্রথমে Firefox অন করুন (Internet চালু রাখবেন) ।

(২) http://addons.mozilla.org/ লিখে এন্টার চাপুন।

(৩) নিচের ছবিতে দেখানো সার্চ বাক্সে লেখুন anti porn pro - the web porn filter addon এরপর এন্টার চাপুন।



(৪) এরপর নিচের ফটোর মত আসলে Add to Firefox এ ক্লিক করুন।



(৫) ক্লিক করা পর উপরে বাম পাশে কোনায় একটি নোটিফিকেশন্স আসবে Allow এ ক্লিক করুন।

(৬) এরপর নিচের ছবির মত আসবে। install এ ক্লিক করুন।



(৭) install শেষে ব্রাউজার Restart চাবে। Restart এ ক্লিক করুন। ৫ থেকে ১০ সেকেন্ড অপেক্ষা করুন। আর যদি Restart না চায় তাহলে ব্রাউজার বন্ধ করে আবার চালু করুন।

ব্যাস আপনার কাজ আপাতত শেষ। তবে কম্পিউটারটা সন্তানের হাতে তুলে দেওয়ার আগে একবার চেক করে নিন আমার কথার সত্যতা Big Grin Big Grin

মানে আপনিই একবার চেষ্টা করুন Firefox দিয়ে কোন পর্নো সাইডে প্রবেশ করা যায় নাকি।

এবার আসেন Google Chrome এর জন্য

(১) প্রথমে Google Chrome Open করুন। (Internet চালু রাখবেন) ।

(২) ছবিতে দেখানো চিহ্নে ক্লিক করুন। ‍Settings এ ক্লিক করুন। এরপর বামপাশে Extensions এ ক্লিক করুন। Get more extensions এ ক্লিক করুন।



(৩) এরপর নিচের ছবিতে দেখানো সার্চ বক্সে anti porn pro - the web porn filter addon লিখে এন্টার চাপুন।



(৪) anti porn pro - the web porn filter addon এর ডানপাশে + FREE তে ক্লিক করুন।

(৫) নিচের ছবির মত আসবে। Add এ ক্লিক করুন। এরপর নিজে নিজে ইন্সটল হয়ে যাবে।



(৬) Google Chrome বন্ধ করে আবার চালু করুন।

আর এবার নিজেই চেক করে দেখুন এটা কাজ করে কিনা।

বিষয়: বিবিধ

৩২২৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307941
০৯ মার্চ ২০১৫ রাত ১২:৩০
মাটিরলাঠি লিখেছেন :
ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ। সবাই শেয়ার করুন।
০৯ মার্চ ২০১৫ রাত ১২:৪২
249023
এ,এস,ওসমান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
307960
০৯ মার্চ ২০১৫ রাত ০২:৪৫
শেখের পোলা লিখেছেন : উপকারি পোষ্ট৷ ধন্যবাদ৷
০৯ মার্চ ২০১৫ সকাল ০৮:৫৫
249040
এ,এস,ওসমান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
307971
০৯ মার্চ ২০১৫ সকাল ০৫:৩৫
ওরিয়ন ১ লিখেছেন :
০৯ মার্চ ২০১৫ সকাল ০৮:৫৬
249041
এ,এস,ওসমান লিখেছেন : ধন্যবাদ আমাকে এতো লাইক দেওয়ার জন্য Clown Clown
307983
০৯ মার্চ ২০১৫ সকাল ০৯:৫৫
মোহাম্মদ লোকমান লিখেছেন : খুব উপকারী একটি বিষয়। চিন্তিত ছিলাম, বাচ্চাদেরকে কম্পিউটার কিনে দিলে কী হবে।
০৯ মার্চ ২০১৫ দুপুর ০১:২১
249098
এ,এস,ওসমান লিখেছেন : এবার দূর্চিন্তা দূর করে সন্তানকে কিনে দিন কম্পিউটার। Happy>- তবে নেট ব্রাউজিং এর সময় খেয়াল রেখেন যেন সন্তানরা যেন মজিলা বা গুগল ক্রোম ছাড়া অন্য কোন ব্রাউজার ইউস না করে।
308024
০৯ মার্চ ২০১৫ দুপুর ০২:১৩
ইবনে আহমাদ লিখেছেন : বড় একটা চিন্তা থেকে বাচালেন সবাইকে।উপকারী পোষ্ট। আপনাকে ধন্যবাদ।
০৯ মার্চ ২০১৫ দুপুর ০২:১৫
249112
এ,এস,ওসমান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ Winking Winking
320016
১৪ মে ২০১৫ দুপুর ০২:৫২
বাংলার সিংহ লিখেছেন : খুব উপকারী বিষয়। আপনাকে ধন্যবাদ।
১৪ মে ২০১৫ বিকাল ০৪:১৯
261112
এ,এস,ওসমান লিখেছেন : ভাইয়া অনেক সুন্দর আর ভাল কথা বলেছেন । ধন্যবাদ ভাইয়া ।
১৪ মে ২০১৫ বিকাল ০৪:১৯
261113
এ,এস,ওসমান লিখেছেন : আসসালামু আলাইকুম। ধন্যবাদ পড়ার জন্য। আল্লাহ আমাদের ইসলামের খাদেম হিসেবে কবুল করুন। আমিন।
320030
১৪ মে ২০১৫ বিকাল ০৪:১৮
এ,এস,ওসমান লিখেছেন : ভাইয়া অনেক সুন্দর আর ভাল কথা বলেছেন । ধন্যবাদ ভাইয়া ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File