BNP আজ কেন নিরব?

লিখেছেন লিখেছেন এ,এস,ওসমান ১৬ নভেম্বর, ২০১৪, ০৫:২০:০৩ বিকাল

২০০৮ এর শেষের দিকে। দেশে তখন নির্বাচনের আমেজ। যেদল যেভাবে পারে নির্বাচনের প্রচারনা চাল্লাছে।২০০৮ এর ২৮ ডিসেম্বর নির্বাচনের আগের রাত।বি,এন।পির কিছু প্রান প্রিয় নেতা বের হল নির্বাচনের প্রচারনায়। আজ তারা সাধারণ মানুষের কাছে যেয়ে বলল, বি, এন,পি নয় আওয়ামী লীগকে ভোট দেও। ১০ টাকার চাউল, ঘরে ঘরে চাকুরি্‌,কি কোন সরকার দিতে পারবে?কিন্তু কেন তারা এমন করল? তারা না বি,এন,পির প্রান!!!! কারন তাদের নেত্রী তাদের মনের মত নেতাকে নমিনেশন দেয়নি।বা তারা নির্বাচন করতে চেয়ে ছিল কিন্তু তারা নমিনেশন পায় নি। তাই তারা আওয়ামী লীগের নেতার কাছে টাকার বিনিময়ে ভোট বিক্রি করে। যার ফল সবার জানা। চার দলীয় জোট পায় মাত্র ৩৩ টি আসন আর মহাজোট পায় ২৬৩ টি আসন।পরে বি,এন,পির কেন্দ্রীয় কমিটি এবিষয়ে অবগত হলে এই সকল গাদ্দারকে দল হতে বহিষ্কার করা হয়( খুব গোপন ভাবে কেন্দ্রীয় কমিটি এই বহিষ্কার করেন যেন এই বহিষ্কার ঘটনায় দলের ইমেজ নষ্ট না হয়)। পরবর্তী মেয়র বা চেয়ারম্যান নির্বাচনে এই গাদ্দাররা সতন্ত্র হতে দাঁড়িয়ে নির্বাচনে জয়ী হয়।বি,এন,পির কেন্দ্রীয় কমিটি তাদের তখন আবার বুকে টেনে নায়।

বর্তমান সময়ে সরকারের এই ধর পাকড়াও দিনে বি,এন,পির বেশির ভাগ কেন্দ্রীয় নেতা গ্রেফতার। কিন্তু সেই গাদ্দার নেতা বাদে।তারা আওয়ামী লীগের সাথে আঁতাত করে বেশ সুখেই আছে।বি,এন,পি যখন কোন আন্দোলন ডাকে তখন তারা নাকে তেল দিয়ে ঘরে বসে থাকে আর সংবাদ মার্ধ্যম এর লোকের কাছে কেন্দ্রের দোষ দেয়। সত্যিই এটা হাসোকর বি,এন,পি আজ নিজের চাপাকলে নিজেই মরছে।

একারনে বি,এন,পি শত আন্দোলনের ডাক দিয়েও তারা আজ নিশ্চুপ।

বিষয়: বিবিধ

১৩০৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

285281
১৭ নভেম্বর ২০১৪ রাত ০৯:৪৬
শেখের পোলা লিখেছেন : কি জানি বাপু৷ মনের খবর আল্লাহই জানেন৷ তবে বি এন পি ঝড়ের অপেক্ষায় রয়েছে৷ ঝড়ে কলা পড়বে আর বি এন পি খাবে৷
১৭ নভেম্বর ২০১৪ রাত ১০:০১
228661
এ,এস,ওসমান লিখেছেন : ঝড়ে কলা পড়বে না, বিএনপি পড়বে সে বুঝা যাবে ঝড় কার উপর আক্রমণ করেছে।
285377
১৮ নভেম্বর ২০১৪ সকাল ০৬:৩৫
মহি১১মাসুম লিখেছেন : ভাইজান সেই দালাল চেয়ারম্যান মেয়রদের দু-চার জনের নাম বলেন,অন্ততঃপক্ষে চিনে রাখতে পারব।
ধন্যবাদ।
285631
১৮ নভেম্বর ২০১৪ রাত ০৯:৪৭
এ,এস,ওসমান লিখেছেন : খালেদা জিয়ার একান্ত প্রিয়ভাজন (এক সময়ের) মকলেস হুর রহমান বাবলু, হাবিব, কামরুজামান সহ আরও অনেকই।এরা সবাই তৃণ মূলের নেতা। যারা আন্দোলন আন্দোলন করে চেচায় কিন্তু আন্দোলনের সময় নিজ এলাকায় চুপ থাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File