#একদিন_ইমাম_সাহেব_বলে_উঠলেন_আজকের_নামাজই_হয়_আমাদের_জীবনের_শেষ_নামাজ
লিখেছেন লিখেছেন এ,এস,ওসমান ২৩ জুলাই, ২০১৪, ১০:২৭:৫০ রাত
দফায় দফায় বোমা হামলা। মানুষ ইসরাইলের এই আচমকা হামলায় দিশেহারা। কোন ফিলিস্তিনি তার শান্তির আবাসস্থলে বেচে থাকার প্রতিজ্ঞা বিশ্বের কোন নেতার কাছ হতে পেল না।যারায় রাতে বিছানায় চোখ বন্ধ করে ঘুমায় তারা আর পরের দিন সেই বিছানা হতে উঠে চোখ খুলে না।তারা যেন বুঝতেই পারে না কখন তারা এই রহস্যময় পৃথিবী ছেড়েছে।চোখের সামনে কোন মা দেখতে পারছে তার নাবালক সন্তানের বুক ঝাঝরে দিচ্ছে কোন এক ইরাইলের সৈন্য বা কোন শিশু তার মৃত বাবার মুখের দিকে তাকিয়ে বিরবির করে সৃষ্টি কর্তাকে কি যেন বলছে।এক দল ছাত্র গিয়ে ছিল স্কুলে কিন্তু তারা আর ফিরে আসে নি।ইসরাইলের ডোম তাদের স্কুলকে বানিয়েছে গোরস্তান।মসজিদের ইমাম একদিন বলেন,আজকের এই নামায হয় তো আমাদের শেষ নামায।তাই আমরা সিজদাতে বেশি সময় ধরে থাকব যদি এই অবস্থায় আমাদের মৃত্যু হয় তবে আল্লাহ তায়ালা কিয়ামতের দিন আমাদের এই সিজদা হতে তুলবেন।তাই আসুন আমরা বেশিক্ষণ ধরে সিজদাতে থাকব বলে তিনি নামায শুরু করলেন।এরপর রুকু তারপর সিজদায় গেলেন। কিন্তু ইসরাইলের হায়েনা বাহিনীর ডোম তাদেরকে শহীদ করে দিয়ে মসজিদে বোমা হামলার মত ঘৃণ কাজটি করে প্রমান করল তাদের মত নির্লজ্জ বাহিনী আর অন্য কোন দেশ তৈরী করেনি।
বিষয়: বিবিধ
৯৫৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন