দেশ প্রেম সেটা আবার কী???
লিখেছেন লিখেছেন এ,এস,ওসমান ৩১ মে, ২০১৩, ০৬:৪১:৫৩ সন্ধ্যা
দেশপ্রেম কী তা আমরা জানি না.আমরা জানি শুধু
বাঁচতে. বাঁচার জন্য আমরা সব কিছু
করতে পারি.আমরা কয়জন এই দেশকে ভালোবাসি? ??
1971 সালে যখন পাকিস্তানী হানাদার
বাহিনী এদেশে আক্রমন করেছিল তখন এদেশের
অধিকাংশ মানুষ ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল.এ
কারনে আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ. তাই বলে দেশ
স্বাধীন হওয়ার পর ভারত এদেশের বিপক্ষে হাজার
কুকৃর্তি করবে আর আমরা তাদের নিয়ে নাচব
তা তো হয়
না.নাচা যেত যদি দেশ স্বাধীনের পর ভারত
আমাদের
কোন প্রকার সাহায্য করত.কিন্তু না ভারত
আমাদের
কোন প্রকার সাহায্য তো দূরের কথা সাহায্যের
চিন্তাও করে না.উপরন্তু ভারত আমাদের অনেক
ক্ষতি করেছে.যার ফলস্বরূপ সীমান্তে ভারত
আমাদের
কুকুর বিড়ালের মত মারছে.আমাদের
নদীগুলোতে ঠিক
মত পানি দিচ্ছে না.নিজেদের সুবিধার জন্য
তারা বিভিন্ন বাধ নির্মান করেছে.আমাদের
এদেশকে ভারত মরুভূমি বানাতে চাচ্ছে.কিন্তু
আমরা যারা দেশ দেশ করে মরি,সেই আমরাই ভারতের
সুনামের মুখরিত. আজ ভারত আমাদের
দেশে খাদ্য,বস্ত্র,মিডিয়াতে যেভাবে জাল
বিছিয়েছে তাতে তো মনে হয় যেন,"ভারত কোন দিন
বলেই বসবে বাংলাদেশ ভারতের রাজ্য".অবাক
লাগে এদেশের গুটি কয়েক মানুষ বাদে অন্যরা আজ
চুপ.তাও এই গুটি কয়েক মানুষ হচ্ছে সাধারণ
ছাত্র.এই
ছাত্ররা যদি আজ কারও সামনে ভারতের এই কৃত
কর্মের
কথা তুলে ধরে তবে সে যেন কি বড় অপরাধ
করেছে তা অন্যদের ব্যবহার না শুনলে বুঝা যায়
না. আর আমাদের দেশের বড় বড় রাজনীতিবিদ,
তারা তো ভারতের পা চাটা চামচা.ভারতের কথায়
উঠে আর বসে.দেখে মনে হয় তারা যেন ভারতের
মানুষের ভোটেই নির্বাচিত
সেই বিখ্যাত রাজনীতিবিদরাই ভারতের বিভিন্ন
পর্ন্য অবৈধ ভাবে এদেশে এনে ব্যবসা করে.যার
ফলে ক্ষতি হয় এদেশের সাধারণ ব্যবসায়ীদের. আর
আমরা এই সাধারন জনগণও ভারতের পন্যটাই
আগে কিনি.কিন্তু একবারও ভাবি না এই পন্যেরই
বিকল্পটা আমাদের দেশ তৈরী করে.যার মূল্যও
কম.যদি আমরা আমাদের দেশের পন্যটা ব্যবহার
করি তবে আমাদের দেশের ব্যবসায়ীরা এই দেশের
পন্যের মান আরও ভাল করতে পারে.আর ঐ পর্ন্য
বাহিরের দেশে রপ্তানিও
করা যেতে পারে.এদিকে সরকারও বাহিরের দেশের
পর্ন্য আমদানি কমিয়ে দিবে ফলে এদেশ
আর্থিকভাবে লাভবান হবে.কিন্তু আমাদের মত
ব্যস্থ
মানুষের অত ভাবার সময় আছে.একটু অবসর পেলেই
আমরা TV খুলে ভারতীয় চ্যানেল নিয়ে বসি.Star
জলসা,Star Plus,Zee বাংলা,Etv
বাংলা,Sony,আকাশ,মহুয়া,Life Ok প্রভৃতি ভারতীয়
চ্যানেলের সিরিয়াল আমাদের জান.আমি কিছু
মানুষকে প্রশ্ন করেছিলাম তারা কেন এসকল
সিরিয়াল
দেখে.এর চেয়ে তো বাংলাদেশের নাটকের মান
তো অনেক ভাল.তারা যা বলেছিল তা অবাক হওয়ার
মত.তারা বলেছিল,এই সব সিরিয়াল এর
মর্ধ্যে সামাজিকতা আছে যা বাংলাদেশী নাটকগুল
মধ্যে নেই. হাসি লাগে এদের বিবেক দেখে.তাদের
মতে সামাজিকতা হল কীভাবে একটি মেয়ে সিরিয়াল
দেখে সংসারের শান্তি নষ্ট করবে.(ভারতের সকল
চ্যানেলের সিরিয়ালের মেয়েদের প্রধান ভিলেন
হিসেবে দেখানো হয় যারা সংসারের সুখ নষ্ট
করে থাকে).কিভাবে একজন পুরুষ নিজের
বউকে রেখে অন্য মেয়ে মানুষের সাথে সময়
কাটাবে.এটা সামাজিকতা!!! এছাড়া আরও কত
সামাজিকতা আছে যা বলে বোঝানো যায় না.কিন্তু
এই
সকল সামাজিকতা আমাদের দেশের নাটকে নেই বলেই
এই দেশের মানুষ তা দেখে না .তারপরও
তারা বলে আমরা দেশপ্রেমিক!!!এরপরও
একটি কথা আছে ভারত বাংলাদেশের মাত্র
দুটি চ্যানেল সম্প্রচারের
অনুমতি দিয়েছে.যেখানে বাংলাদেশ ভারতের 40-45
টা চ্যানেল এর অনুমিত দিয়েছে.যেহেতু ভারত
আমাদের ছোট করে দেখে সেহেতু ভারতকে বড়
করে দেখার কোন কারণ আমাদের নেই.আর কেউ না দেখুক
আমি ভারতকে কখনই বড় দেখব না.সবার আগে আমার
দেশ.এই দেশের জন্য আমার এই প্রান.এই
চেতনা সবাইকে না জাগাতে পারলেও একজন না একজন
এবং ঐ একজনও অন্য একজনকে জাগাবে.এভাবে আমি এক
থেকে দশ,দশ থেকে শত,শত থেকে হাজার, হাজার
থেকে লক্ষ,লক্ষ থেকে কোটি কোটি হয়ে যাব.`
বিষয়: রাজনীতি
১৪২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন