ডিজিটাল সরকারের ডিজিটাল শিষ্য
লিখেছেন লিখেছেন এ,এস,ওসমান ১৮ মে, ২০১৩, ১১:২৪:০৫ রাত
এই সরকার মুখে ডিজিটালের কথা বললেও কখনোই
দেশটাকে ডিজিটার হতে দেয় নি.এই সরকার ক্ষমতায়
আসার পর দেশকে ডিজিটাল করবে বলে আর আমার এক বন্ধু
তা শুনে সে নিজেই ডিজিটাল সাজে.স্কুলের বার্ষিক
ক্রিয়া প্রতিযোগিতায় যেমন খুশি তেমন সাজ অনুষ্টানে ও
ডিজিটার ফকির সাজে.যেহেতু আমাদের এই অনুষ্টানের
প্রধান অথিতি ছিলেন আমাদের এখানকার আওয়ামী লীগের
এম পি ডিলু তাই ভেবেছিল ও যদি ডিজিটাল ফকির
সাজে তবে ও নিশ্চিত পুরষ্কার পাবে.অনুষ্টানে ওর যখন
ডাক পরে ও একটা সাইকেল নিয়ে ফকিরের
বেশে হাতে একটা মোবাইল নিয়ে অথিতিদের সামনে আসে.
আমাদের এক স্যার বলে তুমি কি সেজেছ,ও
বলে আমি ডিজিটাল ফকির সেজেছি. তখন আমাদের মাননীয়
প্রধান অথিতি উঠে দাড়িয়ে ওকে খুব অপমান করে.এরপর
থেকে ও আর আওয়ামী লীগকে পছন্দ করে না.
তাহলে বুসুন ঠেলা আমরা ডিজিটাল হতে গেলেও আমাদের
পুদান মন্ত্রীর লোকজন তা হতে দেয় না.তাহলে দেশ
কেমনে ডিজিটাল হবে,বিরোধী দলকে বাশ দিয়ে না এই
সরকারকে বাশ দিয়ে?
বিষয়: রাজনীতি
১৬৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন