নিহত ব্লগার রাজীব হায়দারের জানাজা পরিচালনাকারী ইমামকে হুমকি দেয়ার মামলায় ফারাবী অভিযুক্ত

লিখেছেন লিখেছেন মহাশয় ০৪ জুন, ২০১৩, ০৯:৩৫:১০ রাত



ফারাবী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

গণজাগরণ আন্দোলনের কর্মী রাজীব গত ১৫ ফেব্রুয়ারি খুন হওয়ার পর ফারাবী তার ফেইসবুক পাতায় স্ট্যাটাসে লেখেন, ‘যেই ইমাম থাবা বাবার (রাজীব) জানাজা পড়াবে, সেই ইমামকেও হত্যা করা হবে।”

এরপর গত ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট এলাকা থেকে পুলিশ ফারাবীকে গ্রেপ্তার করে।

ইমামকে হত্যার হুমকি দেয়ার সুনির্দিষ্ট অভিযোগ এনে গত ১৭ মার্চ ফারাবীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মাইনুল ইসলাম।

link

বিষয়: বিবিধ

২০৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File