সিটি কর্পো. নির্বাচন: এক ভাইয়ের একটি আবদার>
লিখেছেন লিখেছেন মহাশয় ২৮ মে, ২০১৩, ০৫:৫৫:১৯ বিকাল
যে সকল উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, সাধারণ জনতা ৬মে রাতের গণহত্যা ভুলতে পারেন নি তাদের কাছে বিনীত অনুরোধ- সামনে কয়েকটি সিটি নির্বাচন, যারা আপনার আমার ভাইকে ক্ষমতার জন্য হত্যা করেছে, নিষ্ঠুর আচরণ করেছে, তাদের সাথে সামান্য কঠোর হই। তাদেরকে নির্বাচনে প্রতিহত করতে যে বা যারাই প্রতিপক্ষ হিসাবে দাঁড়াবে তাদের সমর্থন করি। কোন অবস্থাতেই যেন নাস্তিক্যতাবাদীর সহযোগিতা হয় এমন কাজ কেউ করবোনা। আমরা শাপলার গণহত্যাকারীদের কোনদিন ক্ষমা করবোনা। নাস্তিক্যতাবাদীদের মিষ্টি কথায় গলবোনা, তাদের সাথে চলবোনা, তাদের দেখলে প্রকাশ্যে না পারলেও মনে মনে একবার বলবো- আমি খোদাদ্রোহীদের ঘৃণা করি। আপনি কি আমার সাথে একমত হতে পারেন না ভাই! আপনার কাছে এটা আমার অনুরোধ, এটা আমার দাবী, এটা আমার আবদার।
বি.দ্র. অনুমতিক্রমে FB থেকে হুবহ C/P.
বিষয়: রাজনীতি
১৯১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন