সুলতান নূর উদ্দিন জঙ্গি রহ. : একজন ন্যায়পরায়ন মুজাহিদ শাসক

লিখেছেন লিখেছেন মহাশয় ১৬ মে, ২০১৩, ০১:৪০:৪৯ রাত



তুরস্কের জঙ্গি রাজবংশের শেষ শাসক, বাইতুল মুকাদ্দাসের পুন:উদ্ধারের স্বপ্নদ্রষ্টা, ন্যায়পরায়ন শাসক নূর উদ্দিন জঙ্গি ১১৭৪ সালের ১৫ মে সিরিয়ার দামেস্কে শাহাদাত বরন করেন। ১১৪৬-১১৭৪ সাল পর্যন্ত তিনি সেলজক সাম্রাজ্যের সিরিয়া শাসন করেন। তার বাবার নাম ইমাদ উদ্দিন জঙ্গি। বাবার হত্যাকাণ্ডের পর নূর উদ্দিন ও বড় ভাই সাইফ উদ্দিন নিজেদের মধ্যে সাম্রাজ্য ভাগ করে নেন এবং নূর উদ্দিন আলেপ্পোর শাসনভার গ্রহণ করেন। তার জন্ম ১১১৮ খ্রিস্টাব্দে।

উল্লেখ্য, নূর উদ্দিনের বাবা সিরিয়ায় ক্রুসেডারদের প্রবল প্রতিপক্ষ ছিলেন এবং এরই অংশ হিসেবে তিনি নিহত হন।

নূর উদ্দিন ক্রুসেডারদের ঘাঁটি প্রিন্সিপালিটি অব অ্যান্টিয়ক আক্রমণ করেন এবং সিরিয়ায় বেশকিছু ঘাটি দখল করেন। অচিরেই মুসলিমদের শক্তি-বৃদ্ধির লক্ষ্যে উত্তর ইরাকের প্রতিবেশীদের সঙ্গে মৈত্রিতে আবদ্ধ হন। পরবর্তী সময়ে ফ্রান্সের সপ্তম লুই ও জার্মানির তৃতীয় কনরাডের ক্রুসেড বাহিনীকেও তিনি ব্যর্থ করে দেন। তার নেতৃত্বে ব্যাটল অব ইনায়ে মুসলিম বাহিনী ক্রুসেডার বাহিনীকে নাস্তানাবুদ করে দেয়। ১১৫০ সালে তিনি দ্বিতীয় জসেলিনকে চূড়ান্তভাবে পরাজিত করেন। ফোরাত এবং নীল নদের মধ্যবর্তী সব মুসলমানকে ক্রুসেডারদের বিরুদ্ধে একতাবদ্ধ করে রাখার নিরন্তর প্রয়াস ছিল নূর উদ্দিনের। মিসর জয়ের পর মুসলিম রাষ্ট্রগুলোকে এক করা ও বাইতুল মুকাদ্দাস পুনরায় মুসলমানদের হস্তগত করা-ই নূর উদ্দিনের স্বপ্ন ছিল যা অর্জনের জন্য সারা জীবন তিনি জিহাদ করে গেছেন। পরবর্তীতে তার এই স্বপ্ন প্রিয় সাগরেদ সুলতান সালাহ উদ্দিন আইয়ুবী সমাপন করেছিলেন। ক্রুসেডাররা সম্মুখ সমরে তাকে হটাতে না পেরে গোপনে তার খাদ্যে বিষাক্ত স্লো-পয়োজন প্রয়োগ করে যাতে তিনি অসুস্থ হয়ে শাহাদাৎ বরন করেন।

তিনিই ছিলেন জেরুজালেম বিজেতা ও ক্রুসেডদের দাম্ভিক মস্তিস্ক চূর্ণকারী সুলতান সালাহ উদ্দিন আইয়ুবীর অভিভাবক, তিনিই আইয়ুবীকে জিহাদের ময়দানে এনেছেন। এছাড়া তিনি নবীজীর লাশ মুবারক চুরির ইয়াহুদী চক্রান্তকে দৃঢ়ভাবে নস্যাত করে সেই ইহুদীদের কঠিন শাস্তি দিয়েছিলেন। অবশেষে রাসুল (সঃ) রওজা মুবারককে অনেক নিচ পর্যন্ত সিসা দ্বারা ঢালাই করে দেন। এছাড়াও তার ইসলামের কল্যান ও জনহিতকর অসংখ্য কাজের অমর স্মৃতি রয়েছে।

তার স্বপ্নের ও আইয়ুবীর ঘাম আর মুজাহিদের লাহুর নাযরানা বাইতুল মাকদিস এখন কোথায়? আমাদের প্রিয় প্রথম কেবলা আজ কাদের জিম্মায়?? এক নুর উদ্দিন আর সালাহ উদ্দিন কি বর্তমানে জন্ম নিতে/দিতে পারে না???

পৃথিবী এক নুর উদ্দিন বা সালাহ উদ্দিন-এর অপেক্ষায়.........।

বিষয়: বিবিধ

৪২৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File