একটি কবিতা: প্রেরণা ও আত্মপরিচয়>> "আমরা এক কাফেলা" (দুই অংশে সমাপতি)

লিখেছেন লিখেছেন মহাশয় ১৩ মে, ২০১৩, ০৬:৩২:৫৭ সন্ধ্যা

"আবু তাহের মেসবাহ" বাংলাদেশের কওমী মাদ্রাসা জগতে একটি উজ্জল নক্ষত্র, একটি আলোকবর্তিকা। যিনি মাদ্রাতুল মদীনা-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক, যিনি মাদানী নেসাবের প্রবক্তা, যিনি বাংলা ও আরবী সাহিত্যের এক বিরল প্রতিভা, যিনি অনেক ইসলামী গ্রন্থের রচয়িতা ও অনুবাদক, যিনি শিশু-কিশোরদের পত্রিকা আল কলম (পুষ্প)- এর সম্পাদক ও প্রকাশক, যিনি .......।

হযরতের একটি কবিতা যা আলেমদের প্রেরণার উৎসা, যা ইতিহাস-ঐতিহ্যের আহবায়ক, যা একটি আহবান, যা আলেমদের পরিচায়ক, যা ......,

চৌদ্দশ বছরের আমরা এক কাফেলা

ইলমের ইমানের আমরা এক কাফেলা

আমাদের পরিচয় শোনো-

আমরা আলো ইশারা, নূরের ফোয়ারা,

মহাকালের অন্ধকারে রৌশন সিতার।

আমাদের পরিচয় শোনো-

আমরা সত্যের অভিসারী, উম্মাহার অতন্দ্র প্রহরী,

যুগে যুগে শত দুর্যোগে আমরা পথের দিশারী

আমাদের পরিচয় শোনো

শোকর আল্লাহর গর্ব নেই কোন।

ইলমের তালিব মোর, নবীর ওয়ারিস মোরা

জীবন মোদের ধন্য,

আমরা অন্য, আমরা ভিন্ন, আমরা অনন্য

আমরা আল্লাহর জন্য, আল্লাহ আমাদের জন্য

জীবন মোদের ধন্য,

হেরার অভিযাত্রী, আমরা সুফফার অনুসারী

পাথেয় কলম-কালি, নির্জন রাতের আহাজারী,

ইলমে নবী, আমলে নবী আমাদের সাধনা

বুকে ইশকে নবী, মুখে ওয়া বিহী হাদ্দাসানা

ইবনে আব্বাস, ইবনে মাসউদ, আবু হোরাইরা

নবী-পরশে ধন্য যারা, আমাদের পরিচয় তারা

নেই কোন পরিচয় অন্য।

মাদানী গুলশানের আমরা পুষ্প, আমরা সৌরভ

সত্যের ডংকা, বাতিলের শংকা, ইমানের গৌরব,

জীর্ন, শীর্ণ, রিক্ত, নি:স্ব- তবু আমরা ধনী

ফকিরীর মাঝে আমিরী শান শুধু আমরা জানি।

আতা, সালিম, রাবী’আ, ছাওরী, যুহরী, যোরারা

সাহাবা পরশে ধন্য যারা- আমাদের পরিচয় তারা

নেই কোন পরিচয় অন্য।

ক্ষুধা, অনাহার, যন্ত্রনা-নবী জীবনে পাবো সান্ত্বনা

কতদিন বেধেছেন পাথর, সয়েছেন কত লাঞ্ছনা,

সেই পধে চলা বন্ধু আমাদের জীবর-অঙ্গীকার

সেই পথের যিল্লতি- তা আমাদের অহংকার।

মালিক, শাফেয়ী, আহমাদ, বু-হানিফা, এই যে ধারা

উম্মাহার ইমাম যারা, আমাদের পরিচয় তারা

নেই কোন পরিচয় অন্য।

শিখবো, শেখাবো খায়রুকুম মান তা’আল্লামা-

মীরাছ ইলমী খাজানা, লা-দীনার, লা-দিরহামা

নাই চিনুক যামানা, কিছু তাতে যায় আসে না

মাখলুকাতের দোয়, ফিরেশতা বিছায় নূরের ডানা

আসকালানী, বাকিল্লানী, মারগিনানী- এই যে ধারা

ইলমের শহীদ যারা আমাদের পরিচয় তারা

নেই কোন পরিচয় অন্য।

পত্রিকার লিংক:http://www.alqualam.com/archive

বিষয়: বিবিধ

৩৭৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File