প্রেমে বাঁধা: ছেলের হাতে মা খুন
লিখেছেন লিখেছেন মহাশয় ১০ মে, ২০১৩, ০৮:৫৭:৪৩ রাত
প্রেমে বাধা দেয়ায় গাইবান্ধায় শহরের মুন্সীপাড়ায় ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিশিষ্ট ব্যবসায়ী আখতার আমিন বাবলার ছেলে আরিফ ইমতিয়াজ আকাশ ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারের ছাত্র। কিছুদিন আগে আকাশ পার্শ্ববর্তী মাস্টারপাড়া এলাকার নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এ নিয়ে আকাশের বাবা মেয়ের পরিবারকে জানালে আকাশের প্রেমিকা উল্টো আকাশকে তার পরিবারের সদস্যদের প্রতি উত্তেজিত করে তোলে।
এরপর প্রেমে বাধা দেয়ায় আকাশ তার বাবাকে খুন করার পরিকল্পনা করে। ভোরে বাবা-মার শোয়ার ঘরে ঢুকে আকাশ বাবাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এ সময় তার মা পারভিন বুলবুল ডলি (৪২) টের পেয়ে স্বামীকে বাঁচানোর চেষ্টা করলে আকাশের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ছুরিকাঘাতে গুরুতর আহত বাবলা গাইবান্ধা আধুনিক হাসপাতালে চিকিত্সাধীন আছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল চন্দ্র চক্রবর্তী জানান, প্রেমে বাধা দেয়ায় আকাশ তার মা ডলি বেগমকে খুন করেছে বলে পুলিশের ধারনা। সকালেই মায়ের হত্যাকারী আকাশকে কুটিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে ।
সূত্র: ১০/০৫/২০১৩ইং, আমার দেশ (অনলাইন)
বিষয়: বিবিধ
১১৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন