হেফাজতের নেতা গ্রেফতার

লিখেছেন লিখেছেন মহাশয় ১০ মে, ২০১৩, ০১:১৭:৫১ দুপুর

বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারীপুরের ডাসার থানার ভুরঘাটা এলাকা থেকে নাশকতা সৃষ্টির আশঙ্কায় এক হেফাজত নেতাকে গ্রেফতার করেছে ডাসার থানা পুলিশ।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহিন মণ্ডল বাংলানিউজকে জানান, লেন, ভুরঘাটা এলাকা থেকে হেফাজত ইসলামের স্থানীয় নেতা ওসমান সরদারকে (৪০) গ্রেফতার করা হয়েছে।

ওসি আরো জানান, তিনি কালকিনি উপজেলা হেফাজতে ইসলামের আমির কি না জানতে চাইলে বিষয়টি অস্বীকার করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম জানান, ওসমান কালকিনি উপজেলার হেফাজতে ইসলামের একজন স্থানীয় নেতা। এর আগে তিনি জামায়াতের কর্মী ছিলেন।

(পত্রিকা থেকে কপি/পেষ্ট করা)

লিংক: http://www.banglanews24.com/detailsnews.php?nssl=c701da41db59cc19399984475d1df4af&nttl=10052013195311

হেফাজত নেতা না-কি জামাতকর্মী ছিল? আরো কত কিছু শুনতে হবে।

বিষয়: বিবিধ

৯৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File