ডঃ পিয়াস করিমকে যেন শহীদ মিনারে না নেওয়ার হয়! ------------------------------------------------------

লিখেছেন লিখেছেন স্ফুলিঙ্গ ১৪ অক্টোবর, ২০১৪, ০৩:৩৮:১৩ দুপুর

শহীদ মিনারে কি জানাজার নামাজ হয়?

আমি যা দেখেছি, শহীদ মিনার পবিত্র হয় কিভাবে ????এখানে জানাজার নামাজ কবুল হবে না!

নামাজের পূর্বশর্ত জায়গা পাক-পবিত্র হতে হয়।

জানাজার নামাজ হলো ফরজে কেফায়া যার অর্থ হলো এই ফরজ ইবাদত কিছু লোকে আদায় করলেই অন্যদের (হক) আদায় হয়ে যায় । আর যারা জানাজায় অংশগ্রহন করবে তাদের জন্য রয়েছে মহা পুরষ্কারের ঘোষনা আর তা হল পাহাড় পরিমাণ সওয়াবের মালিক হয়ার সুযোগ । আবু হুরায়রাহ হতে বর্নিত রাসুল (সাঃ) বলেছেন, যে ব্যক্তি মৃতের সালাতের জন্যে জানাজা পর্যন্ত অপেক্ষা করবে তার জন্যে এক কীরাত , আর যে তার দাফন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে তার জন্যে দুই কীরাত সওয়াব । জিজ্ঞাসা করা হলো কীরাত কি? তিনি বললেন, দুটি বিশাল পাহাড় সমতুল্য। ( বোখারি ১২৪৫)।

শহীদ মিনারে যা করা হয় তা সম্পূর্ণ বিদাত। মুরদার আত্মা কে কষ্টদেয়া ছাড়া আর কিছু হয় না!

এখানে যা হয় খ্রিষ্টানদের শেষকৃত্তে ও তা হয় !!!

কোন মুসলিমকে নেওয়া ও উচিত হবে না.....

চিতাতে যেমন হিন্দুদের..

কবর তেমন মুসলিমের...

আর শহীদ মিনার ধর্মনিরপেক্ষবাদী/ধর্মহীনদের ! লতিফদের জন্য এই শহীদ মিনার!!

বিষয়: বিবিধ

১২১৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

274282
১৪ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:০৩
ইবনে আহমাদ লিখেছেন : এই শহীদ মিনারকে পবিত্র করার প্রয়োজন। দেশের সকল সম্মানীত মানুষ এবং আলেম ওলামাদের জানাযার ব্যবস্থা করা প্রয়োজন এই জায়গায়।
274328
১৪ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৩০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


শহীদ মিনার ধর্মনিরোপেহ্মবাদী/ধর্মহীনদের


যথার্থ বলেছেন, সহমত

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File