বিবির্তিত ভূত-প্রেত-ডাইনী
লিখেছেন লিখেছেন রিজভী খান রাজ ০৭ মে, ২০১৩, ০১:২২:৪০ দুপুর
আগের কালের মানুষের মুখে ভূত-প্রেত-ডাইনীদের গল্প শোনা যেত। আমার দাদু'র মুখে এরকম অনেক গল্প শুনেছিলাম।
সেই ভূত-প্রেত-ডাইনীরা এখনো আছে। বিবর্তনের ছোঁয়া তাদেরও লেগেছে। তাদের বাইরের রূপ দেখতে কুৎসিত না হলেও ভিতরের রূপটা কুৎসিতই রয়ে গেছে। সেই ভূতগুলা এখন আর বাঁশবাগানে থাকে না; তারা যায় সংসদ ভবনে। প্রেতগুলা পোঁড়াবাড়ি ছেড়ে চলে আসছে সচিবালয়ে। আর ডাইনীগুলো আছে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে।
রক্ত খাবার অভ্যাসও বদলেছে। আগে খেত গাছে থেকে, ঘাড়ে চড়ে; এখন খায় এসি ঘরে বসে, ক্যাডারবাহিনী ও কথিত আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে।
আমার সেই দাদু এখনো বেঁচে আছেন। অনেক বয়স হয়েছে। এই বয়সে বিবির্তিত ভুতপ্রেতের তান্ডব দেখে তিনি কি অবাক হচ্ছেন ?
ফেসবুকে আমি
বিষয়: বিবিধ
২০১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন