দেশে এভাবে কতদিন মানুষ মরবে আর আমরা ভুলে যাবো?

লিখেছেন লিখেছেন আতিকা পারভিন ০২ মে, ২০১৩, ১২:৪২:০৩ দুপুর

বাংলাদেশে মানুষের জীবনের দাম নেই। এটা বারবার প্রমাণিত হয়। তাজরিন ও সাভার ট্রাজিডে তার প্রমাণ। ১৮৮৬ সাল থেকে ২০১৩ সাল,মাঝখানে কেটে গেছে শত বছরেরও বেশি সময়। শিকাগো শহরের হে মার্কেট থেকে যে আগুনের শিখা জ্বলেছে তা দিনে দিনে শহরে-শহরে ছড়িয়েছে। আন্তরিকতা আর অধিকার আদায়ের সংগ্রাম থেকে ক্রমে রূপ নিয়েছে দিবসি আলংকারিক আয়োজনে। ঘটা করে দেশে-দেশে,শহরে-শহরে পালন হচ্ছে। মালিক হয়ে আসছে প্রধান অতিথি! মঞ্চে উঠে বলে যায় শ্রমিক অধিকারের কথা। খানিকক্ষণ বাদে ভুলে যায় যা বলেছিল আর যা করার দরকার ছিল তার সবকিছুই একেবারে না ভুলেই।

আমরা আশাবাদি হতে চাই মানুষ হত্যার বিচার হবে। কিন্ত সে আশা কি পুরণ হবে।

এ ব্যপারে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, ‘মালিকেরা ক্ষমতায় থাকেন বা কে ক্ষমতায় যাবেন সেটি নির্ধারণ করেন। সেই কারণে তাদের কোনো বিচার হয় না। যাদের টাকা আছে সরকার তাদের সুবিধা দেয়, যাদের টাকা নাই তাদের পক্ষে আইনও নাই। প্রভাবশালীদের কাছে আইন কোনো বিষয় না। এর পরও যাদের গ্রেফতার করা হয় তাদের বিরুদ্ধে কোনো হত্যা মামলা হয় না। ফলে কিছুদিন জেল খেটে তারা বেরিয়ে আসবে।’

Click this link

বিষয়: বিবিধ

১০২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File