এক নোংরা ও জঘন্য ইতিহাসের স্মৃতিচারণের নাম বিশ্ব ভালবাসা দিবস

লিখেছেন লিখেছেন আইল্যান্ড স্কাই ১০ ফেব্রুয়ারি, ২০১৬, ০৮:১৬:৩৪ রাত

বিশ্ব ভালোবাসা দিবস নামে একটি বিদেশি অপসাংস্কৃতি আমাদের দেশের যূব সমাজের কাছে প্রিয় হয়ে উঠছে ।আর এতে সহজোগিতা করছে আমাদের দেশের টেলিভিশন চ্যানেল ও পত্রিকা গুলো । কথিত ভালবাসা দিবসের নামে অশ্লীলতা , বেহায়াপনা বৃদ্ধি পাচ্ছে । যূবক যূবতীরা ভালোবাসর নামে অবাদে মিলিত হচ্ছে । এক জন যূবক যূবতীর প্রেমের মোহ অবৈধ যৌন চাহিদাই বাড়িয়ে দেয় । ভালোবাসার নামে যূবক যূবতীদের লেখা-পড়া গোল্লায় যায় । পরিবারের প্রতি যে, দায়িত্ত্ব পালন করার কথা ছিল তাহা চলে যায় । ফলে একজন অবিভাবককে অনেক কষ্ট করতে হয় । এটা মোঠেও কাম্য নয় । ভালোবাসা দিবস যদি পালনই করতে হয় ; তাহলে মাকে , বাবাকে,ভাই বোন,আত্বীয় স্বজনকে ভাল বাসুন । প্রেমিকাকে দুই টাকার গোলাপ ফূল আর দামী দামী উপহার দেওয়ার চেয়ে নিজের মমতাময়ী মায়ের জন্য সামান্য খাবার অথবা একটি সাধারন উপহার নিয়ে যান ।তখন আপনার মায়ের আনন্দ দেখে স্বর্গের ফেরেস্তারা ও আপনার জন্য দোয়া করবেন । তথাকথিত প্রেমের চেয়ে বিয়ের পরে নিজের স্ত্রীর সাথে প্রেম করাই হলো আসল ভালোবাসা । আমাদের দেশে ইউরোপিয় সাংস্কৃতিক আগ্রাসনের অংশ হিসাবেই বিশ্ব ভালোবাসা দিবস পালিত হচ্ছে । আর এরকম চলতে থাকলে আমাদের যূব সমাজের মেধা, চরিত্র, ঈমানী শক্তি বিনষ্ট হবে । তাহাতে কোন সন্দেহ নেই । তাই আমাদেরকে তথাকথিত ইহূদী -নাসারাদের সৃষ্টি ভালোবাসা দিবস বনাম বিশ্ব বেহায়া দিবসকে প্রত্যাখ্যান করে পকৃত ভালোবাসা গ্রহন করতে হবে। এক নোংরা ও জঘন্য ইতিহাসের স্মৃতিচারণের নাম বিশ্ব ভালবাসা দিবস। এ ইতিহাসটির বয়স সতের শত সাঁইত্রিশ বছর হলেও ‘বিশ্ব ভালবাসা দিবস’ নামে এর চর্চা শুরু হয় সাম্প্রতিক কালেই। দুই শত সত্তর সালের চৌদ্দই ফেব্রুয়ারির কথা। তখন রোমের সম্রাট ছিলেন ক্লডিয়াস। সে সময় ভ্যালেন্টাইন নামে একজন সাধু, তরুণ প্রেমিকদেরকে গোপন পরিণয়-মন্ত্রে দীক্ষা দিত। এ অপরাধে সম্রাট ক্লডিয়াস সাধু ভ্যালেন্টাইনের শিরশ্ছেদ করেন। তার এ ভ্যালেন্টাইন নাম থেকেই এ দিনটির নাম করণ করা হয় ‘ভ্যালেন্টাইন ডে’ যা আজকের ‘বিশ্ব ভালবাসা দিবস’।

বাংলাদেশে এ দিবসটি পালন করা শুরু হয় ১৯৯৩ইং সালে। কিছু ব্যবসায়ীর মদদে এটি প্রথম চালু হয়। অপরিণামদর্শী মিডিয়া কর্মীরা এর ব্যাপক কভারেজ দেয়। আর যায় কোথায় ! লুফে নেয় বাংলার তরুণ-তরুণীরা। এরপর থেকে ঈমানের ঘরে ভালবাসার পরিবর্তে ভুলের বাসা বেঁধে দেয়ার কাজটা যথারীতি চলছে। আর এর ঠিক পিছনেই মানব জাতির আজন্ম শত্রু শয়তান এইডস নামক মরণ-পেয়ালা হাতে নিয়ে দাঁত বের করে হাসছে। মানুষ যখন বিশ্ব ভালবাসা দিবস সম্পর্কে জানত না, তখন পৃথিবীতে ভালবাসার অভাব ছিলনা। আজ পৃথিবীতে ভালবাসার বড় অভাব। তাই দিবস পালন করে ভালবাসার কথা স্মরণ করিয়ে দিতে হয়! আর হবেই না কেন! অপবিত্রতা নোংরামি আর শঠতার মাঝে তো আর ভালবাসা নামক ভালো বস্তু থাকতে পারে না। তাই আল্লাহ তা‘আলা মানুষের হৃদয় থেকে ভালবাসা উঠিয়ে নিয়েছেন।

বিশ্ব ভালবাসা দিবসকে চেনার জন্য আরও কিছু বাস্তব নমুনা পেশ করা দরকার। দিনটি যখন আসে তখন শিক্ষাঙ্গনের শিক্ষার্থীরা বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো একেবারে বেসামাল হয়ে উঠে। নিজেদের রূপা-সৌন্দর্য উজাড় করে প্রদর্শনের জন্য রাস্তায় নেমে আসে। শুধুই কি তাই ! অঙ্কন পটীয়সীরা উল্কি আঁকার জন্য পসরা সাজিয়ে বসে থাকে রাস্তার ধারে। তাদের সামনে তরুণীরা পিঠ, বাহু আর হস্তদ্বয় মেলে ধরে পছন্দের উল্কিটি এঁকে দেয়ার জন্য। তারপর রাত পর্যন্ত নীরবে-নিবৃতে প্রেমিক বা প্রেমিকার সাথে খোশ গল্প। এ হলো বিশ্ব ভালবাসা দিবসের কর্মসূচি! বিশ্ব ভালবাসা দিবস না বলে বিশ্ব বেহায়াপনা দিবস বললে অন্তত নামকরণটি যথার্থ হতো।

ভালবাসা নামের এ শব্দটির সাথে এক চরিত্রহীন লম্পটের স্মৃতি জড়িয়ে যারা ভালবাসার জয়গান গেয়ে চলেছেন, পৃথিবীবাসীকে তারা সোনার পেয়ালায় করে নীল বিষ পান করিয়ে বেড়াচ্ছেন।

তরুণ-তরুণীদের সস্তা যৌন আবেগকে সুড়সুড়ি দিয়ে সমাজে বিশৃঙ্খলা ও ফাসাদ সৃষ্টি করা হচ্ছে। অথচ আল্লাহ তা‘আলা ফাসাদ সৃষ্টিকারীদের ভালবাসেন না। আল্লাহ তা‘আলা বলেন,

‘‘আর তারা তো পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেড়ায়। আর আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের ভালবাসেন না।’’(সূরা আল মায়িদাহ : ৬৪)নির্লজ্জতা ও বেহায়াপনা জাতীয়ভাবে স্বীকৃতি লাভ করছে। যারা ঈমানদারদের সমাজে এ ধরণের অশ্লীলতার বিস্তার ঘটায়, দুনিয়া ও আখিরাতে তাদের জন্য আল্লাহ তা‘আলা যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তা‘আলা বলেন,‘‘ যারা মু’মিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য আছে দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি..।’’(সূরা আন-নূর :১৯)

বস্তুত যে সমাজেই চরিত্র-হীনতার কাজ ব্যাপক, তথায় আল্লাহর নিকট থেকে কঠিন আযাব সমূহ ক্রমাগত অবতীর্ণ হওয়া অবধারিত, আব্দুল্লাহ ইবন ‘উমর (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন : ‘‘যে জনগোষ্ঠীর মধ্যে নির্লজ্জতা প্রকাশমান, পরে তারা তারই ব্যাপক প্রচারেরও ব্যবস্থা করে, যার অনিবার্য পরিণতি স্বরূপ মহামারি, সংক্রামক রোগ এবং ক্ষুধা-দুর্ভিক্ষ এত প্রকট হয়ে দেখা দিবে, যা তাদের পূর্ববর্তীদের মধ্যে কখনই দেখা যায় নি।’’(ইবনু মাজাহ, কিতাবুল ফিতান, হাদিস নং-৪০০৯)

বিষয়: বিবিধ

২১০৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359163
১১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ। আসলে এটাও একটা ব্যবসায়িক কেীশল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File