তারেক রহমানের বক্তব্যে ক্ষুব্ধ আমরা ?
লিখেছেন লিখেছেন আইল্যান্ড স্কাই ০৬ সেপ্টেম্বর, ২০১৪, ০২:০১:২৩ দুপুর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লন্ডনে এক অনুষ্ঠানে তারেক রহমান বলেছেন, 'ধর্মকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক দল হতে পারে না।
কিন্তু ধর্মভিত্তিক রাজনৈতিক দলের অপরিহার্যতা গুরুত্বের সঙ্গে উপলব্ধি ও অনুধাবন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই রাজনৈতিক দল বিধির অধীনে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ধর্মভিত্তিক দল গঠনের অনুমতি দেন।
জনগণের অস্তিত্ব ও স্বাধীন মর্যাদা সবকিছুই ইসলাম ধর্মভিত্তিক জাতিসত্তার ওপরই নির্ভরশীল। তাই ইসলাম ধর্মকে বাদ দিয়ে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অস্তিত্বকে যারা ব্যাখ্যা করেন তারা হচ্ছেন জ্ঞানপাপী।
আমরা জনাব তারেক রহমানকে ধর্মনিরেপহ্ম আওয়ামী-নাস্তিক জোটের ভাষায় কথা না বলার জন্য অনুরোধ করছি, আপনি স্বাধিনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে ।
সুতরাং ধর্ম সম্পর্কে ভালভাবে না জেনে কথা না বলাই ভাল। না হয় বাংলার ৯৫ % ধর্মপ্রান মুসলমান মালাবাজ জুডিশিয়াল খুঁনি অবৈধ স্বৈরাচার ধর্মনিরপেহ্ম আওয়ামী-নাস্তিক জোটকে যে ভাবে আস্তাকুঁড়ে নিহ্মেপ করেছে আপনারা ও সেই ভাবে নিহ্মেপ হবেন।
আজ এই মামলাবাজ খুঁনি ধর্মনিরপেহ্ম আওয়ামী-নাস্তিক জোট তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায় ,তাই অবৈধ পন্থায় নির্লজ্ব ভাবে এখানো হ্মমত্য় বসে বসে ধিক্কার খাচ্ছে ।কারণ তারা জানে জনগণ এই খুঁনি ৭৫ এর পরাজিত শক্তিকে লাথি দিতে ভুল করবেন না।
বিষয়: বিবিধ
১৫৯৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
বিলাতের ভাবী উত্তরাধীকারী, প্রিন্সেস ডায়ানার ছেলে প্রিন্স হ্যারী নিজের ধর্ম বাইবেলের উপর যত জ্ঞান রাখে, জনাব তারেক রহমান কিংবা জনাব সজীব ওয়াজেদ জয় নিজের ধর্ম সর্ম্পকে কানা কাড়িও জানে না! শুনলে হতবাক হবেন ইসলাম ধর্ম সর্ম্পকে উপরোক্ত দুই জন যতটুকু জানে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার চেয়ে অনেক বেশী জানে।
মন্তব্য করতে লগইন করুন