দি ব্ল্যাক কোট’

লিখেছেন লিখেছেন আইল্যান্ড স্কাই ২৫ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:২০:১৩ রাত

দি ব্ল্যাক কোট’ বাংলাদেশী লেখক নেয়ামত ইমামের প্রথম উপন্যাস। শেখ মুজিবের শাসনকাল নিয়ে ইংরেজি ভাষায় লেখা এই উপন্যাসটির কলেবর ২৪০ পৃষ্ঠা। এটির প্রকাশক পেঙ্গুইন গ্রুপ এবং প্রথম দক্ষিণ এশীয় রাইট ক্রয় করে পেঙ্গুইন বুকস ইন্ডিয়া।

ভারতীয় সংবাদ সংস্থা ‘পিটিআই’ জানুয়ারি ১৭ তারিখে প্রকাশিত এক ফিচারে বইটিকে ২০১৩ সালে ভারতে প্রকাশিতব্য ‘অবশ্যপাঠ্য’ বইগুলোর অন্যতম বিবেচনা করেছে।এছাড়া উপন্যাসটির এককালীন সম্পাদক টরন্টো-ভিত্তিক আলিথিয়া স্পিরিডন এটিকে মিলান কুন্ডেরার কথাসাহিত্যের সাথে তুলনা করেন। লন্ডনস্থ ‘লিটারেরি কন্সাল্টেন্সী’র রিডার ও ‘ঠু এশিয়ান, নট এশিয়ান এনাফ’ গল্পগ্রন্থের সম্পাদক ম্যানচেস্টার-ভিত্তিক ইংরেজি ভাষাভাষী ভারতীয় লেখক কবিতা ভানট উপন্যাসটির ভূয়সী প্রশংসা করেন এবং নেয়ামত ইমামের সাহিত্যকর্মের প্রতিনিধিত্ব করার জন্য বইটি ডেভিড গডউইন বরাবরে পাঠিয়ে দেন।

‘নেয়ামত ইমামের উপন্যাসটি পড়ে আমি যার পর নাই আনন্দিত,’ কবিতা লিখেন, ‘আমি মনে করি এটি একটি সময়োপযোগী ও শক্তিশালী উপন্যাস। আমি এমন খুব বেশি উপন্যাসের নাম করতে পারি না যেগুলো এতটা উচ্চাকাঙ্খী পরিসর নিয়ে লেখা, এবং যেগুলো রাজনীতি ও সমাজ বিষয়ে কঠিন মন্তব্য করলেও পাঠকের হৃদয় ছুঁয়ে যায় কারণ এগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে তাদের লেখকদের সহানুভূতি, অভিজ্ঞতা, জ্ঞান ও মনস্তাত্ত্বিক গভীরতা।’

‘দি ব্ল্যাক কোট’ উপন্যাসটির প্রেক্ষিত স্বাধীনতাযুদ্ধের পরের কয়েকটি বছর। আরো সূক্ষ্মভাবে বললে, শেখ মুজিবের শাসনকালের শেষাংশ, যখন বাংলাদেশ একটি ভীষণ রাজনৈতিক ও সামাজিক সঙ্কটের মধ্য দিয়ে এগিয়ে যায়। এই সঙ্কট প্রকৃতই এত গভীর ও বিস্তৃত ছিল যে একথা নির্দ্বিধায় বলা চলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা, গণতন্ত্রের সমস্যা ও দুই দশক আগের দেড় দশকের সামরিক শাসন এগুলো মুলতঃ এরই সৃষ্টি।

শাসক হিসেবে বাংলাদেশের প্রতি শেখ মুজিবের কোন মমত্ব ছিল না। তার ব্যক্তিগত বিশাল রক্ষী বাহিনীকে হিটলারের নাৎসী বাহিনীর সাথে তুলনা করা হয়। কিন্তু আজকের আওয়ামী লীগ বাংলাদেশের নতুন প্রজন্মের কাছ থেকে তার সব দুষ্কর্মের ইতিহাস কৌশলে গোপন করে রেখেছে এবং তাদের ওপর চাপিয়ে দিয়েছে এক ভিন্ন শেখ মুজিব।

‘দি ব্ল্যাক কোট’ বাংলাদেশের ইতিহাসের জোর করে হারিয়ে দেয়া অংশটি এর জাতীয় ইতিহাসের সাথে সংযোজন করবে। বাঙালি জাতীয়তাবাদের প্রচারকারীরা তথ্য গোপন করে বাংলাদেশের জনসাধারণকে আর বিপথগামী করতে পারবে না – এই প্রত্যাশা থেকে উপন্যাসটি লেখা।

নেয়ামত ইমামের সাহিত্যকর্মের এজেন্ট হচ্ছেন বুকার প্রাইজ খ্যাত লেখক অরুন্ধতী রায় ও অরবিন্দ আদিগার এজেন্ট ডেভিড গডউইন। লন্ডনে বসবাসরত এই বৃটিশ এজেন্টই ‘দি ব্ল্যাক কোট’ উপন্যাসটি পেঙ্গুইন প্রকাশনীর কাছে পেশ করেন। ডেভিডের স্ত্রী হেদার গডউইন, যিনি একজন খ্যাতনামা বই-সম্পাদক, ‘দি ব্ল্যাক কোট’ উপন্যাসটির প্রাথমিক সম্পাদক হিসেবে কাজ করেন।

- See more at: http://neamatimam.com/the-black-coat/#sthash.YZ8JsAAx.dpuf

বিষয়: বিবিধ

১৬৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File