এটা কোনো সাধারন ছবি নয়।
লিখেছেন লিখেছেন আইল্যান্ড স্কাই ১২ আগস্ট, ২০১৩, ০৪:০৪:৫৬ বিকাল
আপনারা ছবি দু’টো ভালো করে দেখুন। না, এটা ফটোশপের কোনো কাজ নয়। জাপানের নেতৃস্থানীয় ফটোসাংবাদিক রিকিও ইমাজো ইউপিআইয়ের ফটোগ্রাফার হিসেবে ১৯৭৪ সালে লাহোরে গিয়েছিলেন ওআইসি শীর্ষ সম্মেলন কাভার করতে। তার তোলা এ বিরল ছবিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিব এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টোর গলাগলি আর বিজয়ের হাত তোলা।
এই সেই ভুট্টো যার জন্য পাক সেনারা লাখ লাখ বাঙ্গালী হত্যা করেছিলো, অসংখ্য মা-বোনের ইজ্জত লুটেছিলো, অন্তত এক কোটি মানুষকে উদ্বাস্তু করেছিলো। সকল বিচারে ভুট্টো ছিলো ১ নম্বর যুদ্ধাপরাধী। আর চুহাত্তর সালেও মুজিব কিনা সেই ভুট্টোর সাথে করে গলাগলি !
বিষয়: বিবিধ
২০৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন