মধ্যপ্রাচ্যের দেশ কাতারের রাজধানী দোহাতে হয়ে গেল ব্লগার আর অনলাইন এক্টিভিস্টদের নিয়ে এক “ঈদ পূণর্মিলনী” অনুষ্ঠান।
লিখেছেন লিখেছেন আইল্যান্ড স্কাই ১১ আগস্ট, ২০১৩, ০৩:০৭:৫৬ রাত
ব্লগার "আইল্যান্ড স্কাই" এর উপস্হাপনায় ব্লগার আবু তাহের মিয়াজীর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন ব্লগার বাকপ্রবাস। এরপর একে একে ব্লগ নিয়ে ভাবনা বিষয়ে বক্তব্য রাখেন ব্লগার: এমদাদ উল্লাহ, হুমায়ুন রশীদ, এম মাহমুদ, আবু শাহাদাত চৌধুরী, জাকির হোসাঈন আযামী, ইকবাল আহমদ সিদ্দিকী, আধা শিক্ষিত মানুষ, ব্লগার স্ফুলিঙ্গ, মইনুল ইসলাম, জাকারীয়া আহাম্মেদ খালিদ প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ থেকে টেলিফোনে বক্তব্য রাখেন কমিউনিটি ব্লগার্স ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব এম এম ওবায়দুর রাহমান, ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে স্কাইপি মাধ্যমে সমবেত ব্লগারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ব্লগার প্যারিস থেকে আমি, সউদি আরবের মক্কা থেকে টেলিফোনে বক্তব্য রাখেন ব্লগার আবু জারীর।
“হোক সত্য ও সুন্দরের তরে বহমান হোক পারস্পরিক ভ্রাতৃত্ব-ভালবাসা তৈরীর সোপান, দেশ আর জাতির উন্নয়নে নিবেদিত হোক ব্লগিং” এই স্লোগানকে সামনে রেখে দেশের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় মূল্যবোধসহ নানা বিষয়ই উঠে আসে ব্লগারদের বক্তব্যে। কিভাবে লেখনির মাধ্যমে সমাজ তথা দেশ থেকে সকল অন্যায়ের প্রতিবাদ করে, সকল ভাল কাজের উৎসাহ দিয়ে সুন্দর সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলা যায় এবং সত্যকে সবার সামনে উম্মুক্ত করা যায় সে বিষয়ও উঠে আসে ব্লগারদের আলোচনায়।
আলোচনা শেষে ব্লগার বাক প্রবাস ওরফে সৈয়দ আহমেদ হাবিবকে সভাপতি ও ব্লগার আহাম্মেদ খালিদ ওরফে জাকারীয়া আহাম্মদ খালিদকে সেক্রেটারি করে ‘কমিউনিটি ব্লগার্স ফোরাম’ কাতার শাখার কমিটি ঘোষনা করা হয়। অনুষ্ঠানের সভাপতি ব্লগার বাকপ্রবাসের বক্তব্যের মধ্যদিয়ে শেষ হয় আলোচলা অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে আয়োজন করা হয় এক প্রীতিভোজের।
বিষয়: বিবিধ
১৪০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন