তুরিন আফরোজ ‘ক্যাঙ্গারু’ ব্যারিস্টার

লিখেছেন লিখেছেন আইল্যান্ড স্কাই ০৪ আগস্ট, ২০১৩, ০৬:৩৩:৩২ সন্ধ্যা



একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।

যুক্তি উপস্থাপনে আইনজীবী আহসানুল হক হেনা বলেন, ‘আদালতে মোশন, রিভিশন, পিটিশনের কথা শুনেছি। কিন্তু ইমোশনের কথা শুনিনি। কারণ আদালতে ইমোশন (আবেগের) কোনো সুযোগ নেই।’

তিনি বলেন, ‘অথচ তুরিন আফরোজ আদালতে আবেগী কথা-বার্তা বলে ট্রাইব্যুনালকে বুঝাতে চেয়েছেন।’

আহসানুল হক হেনা প্রসিকিউটর তুরিন আফরোজকে ক্যাঙ্গারু ব্যারিস্টার উল্লেখ করে বলেন, ‘আইনজীবীদের আবেগী হওয়ার কোনো বিধান নেই।’

যদি তাই হয় তাহলে আইন করে পিটিশনের দাখিলের মতো ইমোশন (আবেগ) দাখিলের সুযোগ রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আগামীকাল সোমবার পর্যন্ত এ মামলার কার্যক্রম মুলতবি করেছেন ট্রাইব্যুনাল।

বিষয়: বিবিধ

১৩০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File