আল বিদা রমজান,পারিনি দিতে সম্মান ?
লিখেছেন লিখেছেন আইল্যান্ড স্কাই ০৩ আগস্ট, ২০১৩, ০৫:৩০:৫৮ বিকাল
পবিত্র রমজান মাস আমাদের থেকে বিদায়ের পথে। এটা ভাবতেই যেন বুকফাটা কান্না আসে, শরীরের লোম শিউরে ওঠে, শ্বাস-প্রশ্বাস ভারী হয়ে উঠে, মনপ্রাণ অস্থির হয়ে ওঠে, হৃদয় ব্যাকুল হয়ে উঠে। রমজান একটি বছর পর এলো, আবার চলে যাচ্ছে। আগামী রমজান হায়াত পাব কিনা এ কথা কেহই বলতে পারে না। আর রমজান পেলাম রমজানের যথাযথ সম্মান করতে পেরেছি কিনা, রমজান আমাদের জন্য মহা মূল্যবান মাস। যে এ মাসে মাফ পাবে সে কল্যাণের অধিকারী। আর যে এ মাসে মাফ পাবে না সে কল্যাণ থেকে বহুদূরে চলে গেলো। সে হতভাগ্য যে এ মাগফিরাতের মাসেও ক্ষমা পেল না।
রমজানের তারাবিহ, কোরআন তেলাওয়াত, দান-সদকা, তাসবিহ-তাহলীল, মিলাদ-কেয়ামসহ যাবতীয় আমলগুলো আল্লাহ্তায়ালা যেনো কবুল করেন। যাকাত আদায়কারীর যাকাত, সদকাতুল ফিতর যারা আদায় করলেন, যারা গরিব-দুঃখীদের সাহায্য সহযোগিতা করেছে তাদের আমলগুলো আল্লাহ্তায়ালা যেনো তাঁর দরবারে কবুল করেন। এ রমজানে যারা ইতেফাক করল, তাহাজ্জুদ নামাজ পড়ল, ইফতার করল ও ইফতার অন্যকে করাল এবং যারা সাহরী খেয়েছে তাদের এ সকল ইবাদত আল্লাহ্ যেনো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ (সাঃ)-এর উসিলাতে কবুল করেন। এ মাসে লাইলাতুল ক্বদর অত্যধিক মহিমান্বিত। আল্লাহ্তায়ালা আমাদেরকে লাইলাতুল ক্বদরের ফজিলত দান করুক। অবশেষে রমজান বিদায় নিবেই। সদকাতুল ফিতর গরিব-মিসকিনদের হক, এ হক যথাযথ আদায় করবে। ঈদের দিনে মিষ্টান্ন কিছু খেয়ে ভালো ভালো জামা-কাপড় পরে খুশবু ব্যবহার করে হাসিখুশি মনে ঈদগাহে যাবে। পবিত্র রমজানের পর ঈদের দিনে আল্লাহ্তায়ালা রোজাদারদেরকে পুরস্কৃত করবেন। রোজার শিক্ষা নিয়ে বাকি ১১টি মাস যথাযথভাবে আমল করে আমলী ও ইসলামী জিন্দেগী গঠন করতে হবে।
অবশেষে বলতেই হয় আল বিদা রমজান ! আল বিদা রমজান
বিষয়: বিবিধ
১৫৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন