নাজমা মোস্তফা জাতি আজ সিরিয়াস।

লিখেছেন লিখেছেন আইল্যান্ড স্কাই ০৮ জুন, ২০১৩, ১২:০৮:১৮ রাত

জাতি আজ সিরিয়াস। বিপদগ্রস্ত ইলিয়াস।

সিলেট বিভাগে সর্বাত্মক হরতাল পালিত।

বড়লেখাতে সংঘর্ষ ১৪৪ ধারা, হবিগঞ্জে ধাওয়া পাল্টাধাওয়া।

বিশ্বনাথে কাফনের কাপড় পরে লাশেরা মিছিলে।

দূর পাল্লার ভেতরের বাহিরের গাড়ি সব বন্ধ ছিলে।

আবদুল জলিল বলছেন, বিপদ! হাছিনার সামনে সত্য কথা বললে

কেউ বলছে অধিকাংশ মন্ত্রীই দুর্নীতিগ্রস্ত, দেশটা গেছে বর্গির হাতে।

এত আয়োজনেও গোয়েন্দারা চুপ, খোঁজ নেই চালকের।

গুম তো সইবার নয়, তবে কিসের স্বাধীনতা তোমাদের?

জাতি আজ সিরিয়াস। বিপদগ্রস্ত ইলিয়াস।

মোশাররফ বলছেন টিপাইমুখ বাঁধ বিরোধিতাই গিলেছে ইলিয়াসকে।

প্রতিটি কারবালাতেই হোসেনেরা বাঁচে এজিদেরা অকালে মরে।

ফেরাউনের জন্য থাকে একজন মুসা। নমরুদের জন্য থাকে ইব্রাহিম বাদশা।

জাতি আজ সিরিয়াস। বিপদগ্রস্ত ইলিয়াস।

কেউ বলছে অকর্মা থলের বিড়ালে কাজ হবে না, বাঘের দরকার।

অপরাধীরা প্রশ্রয় পাচ্ছে সাথে আছে সরকার।

সোয়া তিন বছরে শতাধিক গুম—বর্গী এল দেশে, এ দেশ কার?

আল জাজিরার খবরে, বাংলাদেশে গুমের মহামারী - বছরে শতেক।

বলো বন্ধু বল—রেলগেট কেলেঙ্কারীর এখন কি হইবেক?

মাটিচাপা? ধামাচাপা? মহাজোটে মহা ধুম বিরোধীরা হচ্ছে গুম।

গোটা দেশ বাংলাদেশ হবে কি বিশ্বনাথের ভাঙা দশা?

এর মাঝে নিহত এক দুই তিন। সবই খবরের শিরোনামের ঋণ

কাফনের কাপড়ে মূল্যহীন লাশেরা আজ মিছিলে বিলীন।

মন্ত্রিসভার ১৮ ডায়রি থানায়, নিজেদের নিরাপত্তার অধিকার চায়

ইলিয়াসরা আজ হারিয়ে সব। চায় বাঁচবার অধিকার।

জাতি আজ দেয়ালে মাথা ঠুকে মরছে, যেন কিয়ামতের ময়দান।

কোথায় স্রষ্টা তুমি! কোথায় তোমার সিঙ্গা হাতের পাহলেওয়ান!

বাজাও সিঙ্গা ইসরাফিল! কেন আজো গাফেল তুমি এতবেলা?

কি, দেখো না এত বিড়ম্বনা? এত কান্না পানিশূন্য বাংলার জমিন!

জাতি আজ সিরিয়াস। বিপদগ্রস্ত ইলিয়াস।

ন্যায় রাজ্য প্রতিষ্ঠা করো প্রভু !

ধ্বংস করো শয়তানের কারখানা।

তুমি তো বলেছ সত্ জাতির বিনাশ তুমি করো না।

আমরা হার মেনেছি সততার কবর রচেছি, আমরা জরুর আসামি

আমাদের মন্ত্রীরা সব লাইনবাঁধা হতভাগারা, বুঝেনি যে তুমি মিছে নও,

এক জলজ্যান্ত বাস্তবতা। নীরব দ্রষ্টা স্রষ্টা।

আজ মেরে ঢুকিয়ে দেও পিলখানার গেটে।

ভাঙা ট্রেনের মন্ত্রী ধরা পড়ে তোমার কৌশলে।

সে জানে না আর কি সামনে অপেক্ষা করছে—মরণ যাতনা।

প্রতিটি পাপের বিচার সামনে সাবধান!

চুল পরিমাণ অবিচার হবে না, এটাই অনুমান।

সবার জন্য সমান বিচার ড্রাইভার চৌকিদার জমাদার মন্ত্রী মিনিস্টার।

দাঁড়াও সবে শুধু শিঙ্গার অপেক্ষায়। ইসরাফিল ওই এলো অবেলায়!

বিষয়: বিবিধ

১১১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File