শান্তি ও মুক্তি

লিখেছেন লিখেছেন আইল্যান্ড স্কাই ৩০ মে, ২০১৩, ০৩:১২:১০ দুপুর



মানুষ অশান্তি ও নিরাপত্তাহীনতায় বিধ্বস্ত। দুর্বীষহ জীবনে অতীষ্ঠ। বিশ্বব্যাপী মানুষ জীবনের মুক্তি সন্ধান করছে।

এ কালের বড় বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছেন : ‘এ পৃথিবী এখন মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। মানুষকে বাঁচতে হলে এ পৃথিবী ছাড়তে হবে। অন্য কোনো গ্রহে আবাস খুঁজতে হবে।’

কুরআনেও পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হবার কথা উল্লেখ করা হয়েছে কারণ উল্লেখসহ। মানুষের স্রষ্টা মহান আল্লাহ বলেন: ‘পৃথিবীর জলে স্থলে বিপর্যয় সৃষ্টি হয়েছে মানুষেরই কর্মকাণ্ডের ফলে।’

স্টিফেন হকিং মহান আল্লাহর শাশ্বত বাণী আল কুরআন পড়লে এবং তাতে বিশ্বাস স্থাপন করলে জানতে পারতেন : ১. এ পৃথিবী অবশ্যি একদিন ধ্বংস হয়ে যাবে এবং অন্যান্য গ্রহও। ২. পৃথিবী ও মানুষের স্রষ্টা মহান আল্লাহর প্রতি ঈমান এনে তাঁর অবতীর্ণ বিধান মতো জীবন যাপন করলে এ পৃথিবীতেই মানুষ সুখী ও প্রাচুর্যের জীবন যাপন করতে পারে।

বিষয়: বিবিধ

১০৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File