হে নীল আকাশ

লিখেছেন লিখেছেন আইল্যান্ড স্কাই ১৯ মে, ২০১৩, ০২:৪১:৫০ রাত



হে নীল আকাশ তুমি কত অপরূপ

কত রং রূপ তোমার

স্রষ্টার কত বড় সৃষ্টি তুমি

যা মোদের করেছে দান।

তোমার বুকে সূর্য ওঠে

যা মোদর দিনকে অলোকিত করে

তোমার বুকে চাঁদ ওঠে

যা মোদের রাতকে আলোকিত করে

তোমার বুকে রংধনু ওঠে

যা মোদের জীবনকে রঙিন করে।

মানুষ হতে চায় তোমার মত বিশাল

তার প্রিয়াকে ভালবাসতে চায় তোমার সমান

হারানো স্মৃতি খুজে পেতে চায়

তোমার মিটিমিটি তারার অলোয়।

তুমি আছ পুরা পৃথিবী জুড়ে

লেখকের লেখনিতে

গায়কের গানের কলিতে

কবিতার শ্রেষ্ঠ পঙ্তিতে

মানুষের পুরা কল্পনাতে।

বিষয়: বিবিধ

২৭৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File