আদ জাতির অস্তিত্ব ?
লিখেছেন লিখেছেন আইল্যান্ড স্কাই ১৩ মে, ২০১৩, ০১:৩৯:২২ রাত
সৌদি আরবে ৩২ ফুট লম্বা কঙ্কাল পাওয়া গেল।যেটি কুরআনে বর্ণিত আদ জাতির অস্তিত্বের প্রমান.......
সৌদি আরবে রব-উল-খালিতে প্রপ্ত ১0মিটার বা ৩১.৮০ ফুট লম্বা কঙ্কালটি পবিত্র কুরআনে বর্ণিত আদ জাতির কোনো ব্যক্তির বলে মনে করছে সে দেশের আলেম সমাজ।২০০৪ সালে বহুজাতিক জ্বালানি কোম্পানি "আরামকো" গ্যাস অনুসন্ধানের সময় কঙ্কালটি ওই এলাকার প্রত্নতাত্ত্বিক প্রমানগুলো খোজ পায়।
জায়গাটি আবিস্কারের পরপরই সেখানে যাওয়ার উ...পর নিষেধাজ্ঞা আরোপ করলেও সম্পতি সৌদি সামরিক বাহিনী বেশ কিছু ছবি প্রকাশ করেছে।সৌদি আরবের আলেমদের মতে ওই প্রান্তরে পাওয়া নমুনাগুলো আদ আতির ধ্বংসাবশেষ।
পবিত্র কুরআনে এবং অন্যান সূত্রে বলা হয়েছে আদ জাতির লোকেরা ছিল খুবই লম্বা বিশাল ও অত্যান্ত শক্তিশালী ।
তারা এক হাতে বড় বড় বৃক্ষ উপড়ে ফেলতে পারত।
আধুনিক ইতিহাসে যেখানে দীঘতম মানুষটির দৈঘ্য পাওয়া যাচ্ছে ৯ ফুট(২.৭৪ মিটার)।সেখানে প্রায় ৩২ ফুট লম্বা মানুষের কঙ্কাল পাওয়া নাশ্চিত ভাবে পবিত্র কুরআনের সত্যতার প্রমানবাহী।
পবিত্র কুরআনের সূরা শু'আরায় এই হুদ জাতিকে নিয়ে অনেক আয়াত নাযিল হয়েছে আল্লাহ কুরআনে বলেন
"আল্লাহ এত বিশাল আকৃতির মানুষ আর কখনো পাঠাননি " কিন্তু এই আদ জাতি আল্লাহ্র দেওয়া জীবন যাপন ছেড়ে লিপ্ত হয়ে পড়ে সম্পূর্ণ শিরকি জীবন যাপনে। তারা জড়িয়ে পড়ে সম্পূর্ণ অনৈতিক কাজে।হ্মমতার অপব্যবহার করে জগন্য পাপাচারে লিপ্ত ছিল, সুদ, ঘুষ, অবাধে যৌনাচারের জন্য আল্লাহ্ তায়ালা তাদেরকে মরুঝড়ের মাধ্যমে ধ্বংস করে দেন। আজ এই কঙ্কাল সেই ইতিহাসেরই সাক্ষ্য বহন করে। তাই ইতিহাস থেকে সব মানুষের শিক্ষা গ্রহণ করা উচিত।হ্মমতার মসনদ পেয়ে নিরীহ মানুষকে হত্যা,গুম ও মিথ্যা মামলা দিয়ে আদালতের ঘাঁড়ে বন্ধুক রেখে মানুষ হত্যা করার পরিকল্পনা কখনো শুভ হতে পারে না এ সকল জগন্য অন্যায় আল্লাহ কখনো সহ্য করবেন না। ইতিহাস কাউকে হ্মমা করেনি ?
বিষয়: বিবিধ
১৭৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন