ডি এম পির জগন্য মিথ্যাচার

লিখেছেন লিখেছেন আইল্যান্ড স্কাই ০৮ মে, ২০১৩, ০৭:৪৭:৩৪ সন্ধ্যা

http://www.rtnn.net/realtime/records/imagefile/201305/7117_1.jp

কোনো রকম হতাহতের ঘটনা ছাড়াই মাত্র ১০ মিনিটে ‘অপারেশ ফ্লাশ আউট শাপলা’ সম্পন্ন করা হয়েছে। এর আগে পৃথিবীর কোনো দেশে এত দ্রুততম সময়ে এ রকম অভিযান হয়নি বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদ।

মিঃ বেনজির আহমেদ বাংলার মানুষকে এত বোকা ভাবেন কেন,আপনি কি মনে করেন এত বড় জগন্য মিথ্যাচার মানুষ গ্রহন করবে। আপনি বলতে পারেন কারণ আপনি তো মাথা খারাপ আলমগীরের মুরিদ তাই বলে দেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা করবেন না। জনগন ভাল করে জানে দিগন্ত টিভি ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পরে হাজার হাজার মানুষ হত্যো করে শেখ হাসিনার আদর্শ বাস্তবায়ন করেছেন। এ সরকারের হাত চার বছর যাবৎ মানুষের রক্তে রন্জিত , রক্ত পিপাসু শেখ হাসিনা আজ রক্তের খেলায় মেতেছে।বাংলাদেশের আলেম সমাজ কে জংগী বানিয়ে বিশ্বের কাছে হেয় প্রতিপন্ন করছে।ইনশআল্লাহ একদিন তার পরিসমাপ্তি ঘটবে তাবে তা সময়ের ব্যাপর মাত্র।এই মামালবাজ,ফ্যাসিস্ট,খুনী সরকারের পতন হবেই হবে।

বিষয়: বিবিধ

১৭২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File