নামধারী মুসলমান ভন্ড আওয়ামী ওলামা লীগ
লিখেছেন লিখেছেন আইল্যান্ড স্কাই ০৭ মে, ২০১৩, ০৬:৩৮:২৪ সন্ধ্যা
ভন্ড-ভন্ড-ভন্ড
আওয়ামী ওলামা লীগের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালী বলেছেন, পবিত্র কোরআন পুড়িয়ে দিয়ে হেফাজত ইসলাম পশুকেও হার মানিয়েছে। এর মাধ্যমে তারা প্রমাণ করেছে হেফাজতে ইসলাম মুসলমান নয়। এরা মুরতাদ, এই মুরতাদদের ধর্মীয় আইন অনুযায়ী সর্ব্বোচ শান্তি মৃত্যুদ- দেয়া উচিত। জনাব, গোটা দেশবাসী জানে ছাত্রলীগের দেবাশীষ নৌ পরিবহন মন্ত্রী শাহাজাহান খানের নেতৃত্ত্বে দোকানে আগুন দিয়েছে ও কোরআন পুরিয়েছে । আমি ভন্ড ইলিয়াস হোসাইন বিন হেলালীকে বলতে চাই ধর্মনিরপেহ্ম ও ধর্মান্ধ ইসলামের দুশমন আওয়ামীলীগ বামদের দল করেন লজ্জা করেনা,কোরআনের মধ্যে কোথায় পেয়েছেন ধর্মনিরপেহ্ম দল করা যায়েজ।হেফাজতে ইসলামকে বাংলার লহ্মকোটি তৌহিদী জনতা ভাল করে চেনে এবং জানে মুরতাদ কে বা কারা। মুরতাদ আপনি,আপনার দল আওয়ামীলীগ । আপনার ভন্ড নেতা সৈয়দ আশরাফ বলেছিলেন আমি হিন্দু ও না, সুমলিম ও না, তা হলে ওনি কি ? ওনি হলেন ধর্মনিরপেহ্ম আওয়ামলীগ। আর আপনি আলেম হয়ে ঐ ভন্ড নেতার পিছনে জয় বাংলা - জয় বংগবন্ধুর স্লোগান দিয়ে নাচানাচি করেন, ওটা হলো ভন্ডামী , নাস্তিকতা ও শয়তানী।আগে নিজে পরিশুদ্ধ হউন তার পর অন্যের সমালোচনা করবেন।
বিষয়: বিবিধ
২৫৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন