স্টিভ জবসের বিলাস বহুল প্রমোদতরী ‘ভেনাস’।

লিখেছেন লিখেছেন আইল্যান্ড স্কাই ০৭ মে, ২০১৩, ০২:৫৬:৫৮ দুপুর



অ্যাপল কোম্পানির অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মৃত্যুর এক বছর পর জলে ভাসল তার স্বপ্নের বিলাসবহুল প্রমোদতরী ‘ভেনাস’। দেখতে অনেকটা বিশাল আইকনের মতো এটি। কিন্তু স্বপ্নের এই প্রমোদতরীটি দেখে যেতে পারেননি প্রযুক্তি-দুনিয়ার অনত্যম পথিকৃৎ স্টিভ জবস। দৃষ্টিনন্দন ও অত্যাধুনিক এই প্রমোদতরীটির নকশা করেছেন ফরাসি ডিজাইনার ফিলিপ স্টার্ক। প্রমোদতরীটি নেদারল্যান্ডসের একটি খাঁড়িতে ৩০ অক্টোবর জলে ভাসানো হয়। ২শ ৫৬ ফুট লম্বা এই প্রমোদতরীর পুরোটাই অ্যালুমিনিয়ামে তৈরি। ২০০৭ সালে স্টার্ককে জবস এটি ডিজাইনের দায়িত্ব দেন। ভেনাসের অভ্যন্তরে ব্যবহৃত হয়েছে অ্যাপল উদ্ভাবিত অত্যাধুনিক সব প্রযুক্তি।

বিষয়: বিবিধ

১০০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File