" ধর্মনিরপেহ্ম " এটা ইহুদীদের ভ্রান্ত ধারনা।

লিখেছেন লিখেছেন আইল্যান্ড স্কাই ০৭ মে, ২০১৩, ০২:০১:০৬ রাত



ধর্মনিরপেহ্মতার স্হান ইসলামে নেই এটা পূর্ব ইহুদীদের ভ্রান্ত ধারনা,ইসলাম আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্হা আর ধর্মনিরপেহ্মতা শয়তান প্রদত্ত জীবন ব্যবস্হা এবং বিশ্বের স্রষ্ঠা এক এবং তার ধর্ম ও এক,এই জন্য একত্ত্ববাদ বা তৌহিদ হল সত্য ধর্মের মেরুদন্ড। এই বিশ্বের সমগ্র জাতি মূলগত ভাবে এক ও অভিন্ন, কারণ মানুষ এক আল্লাহরই সৃষ্টি।

আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা হজ্ব এর ৫২ নং অয়াতে বলেছেন,"বার বার দুষ্টু শয়তান প্রকৃতির মানুষ ধর্মকে বিকৃত করেছে আর বার বার আল্লহ তা'লা তা দূর করার ব্যবস্হা করেছেন" আর অন্য দিকে সূরা সাদ এর ৭ নং আয়াতে বলেছেন, " ধর্মকে নিয়ে মত পার্থক্য সৃষ্টি হওয়ার অন্যতম কারণ হল মানুষ পূর্ব-সংস্কারের বশবর্তী হয়ে সমাগত সত্যকে গ্রহন করে না "

বিষয়: বিবিধ

১০৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File