১৩ দফা আদায় না হওয়া পর্যন্ত শাপলা চত্বরে শান্তিপূর্ণ অবস্থান অব্যাহত থাকবে
লিখেছেন লিখেছেন আইল্যান্ড স্কাই ০৬ মে, ২০১৩, ০১:৪০:২৪ রাত
হেফাজতে ইসলাম বাংলাদেশের ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঘোষিত আজকের ঢাকা অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন শেষে মতিঝিল শাপলা চত্বরের সমাবেশে যোগ দেয়ার পথে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর সরকারি পুলিশবাহিনী ও দলীয় ক্যাডারদের নৃশংস আক্রমণ, নেতাকর্মীদের শাহাদাতবরণ এবং তিন শতাধিক নেতাকর্মী মারাত্মকভাবে আহত হওয়ায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জুলুম নির্যাতন চালিয়ে সরকার হেফাজতে ইসলামের আন্দোলনকে দমাতে পারবে না। ১৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত মতিঝিল শাপলা চত্বরের এই শান্তিপূর্ণ অবস্থান অব্যাহত থাকবে। তিনি কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না করে ১৩ দফা ঈমানী দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিষয়: বিবিধ
১১০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন