যুবলীগ নেতা রানার সর্বোচ্চ শাস্তি চাই।

লিখেছেন লিখেছেন আইল্যান্ড স্কাই ০৫ মে, ২০১৩, ০৭:৩৭:৫৪ সন্ধ্যা

ওখানে পুকুর ছিল। টলমল করত পানি। পানিতে ছিল মাছ। কোথাও কচুরিপানা ও জলজ উদ্ভিদ। সেই পুকুর ভরাট করে নির্মাণ করা হয় অট্টালিকা। দু-তিনতলা নয়, নয়তলা ভবন। সে ভবন ভাড়া নিয়েছেন পোশাকশিল্প মালিকেরা। প্রতিষ্ঠা করেছেন লাভজনক কারখানা। এক দালানে একটি নয়—চার চারটে পোশাকশিল্প। সেখানে কাজ করেন হাজার হাজার নারী-পুরুষ শ্রমিক। ওই ভবনে রয়েছে শ তিনেক দোকান। একটি বেসরকারি ব্যাংক।হাতিরঝিলের বুকের ভেতরে যেমন গড়ে উঠেছে বিশাল সৌধ, তেমনি সাভারে পুকুর ভরাট করে নির্মিত হয়েছিল রানা প্লাজা। সেটি বুধবার সকালে অবলীলায় ধসে পড়ল। ধসে পড়ল হাজার হাজার শ্রমিকের মাথার ওপর। ওঁদের পুড়ে মরাই নিয়তি। এবার দালানচাপায় মরলেন। কতজন যে মরেছেন তার সঠিক সংখ্যা কোনো দিনই জানা যাবে না।অমন একটি দুর্বল ভবনে অত কারখানা কেন? বিজিএমইএর বিজ্ঞদের কাছে জবাব চাই। আগেরদিন ভবনে ফাটল দেখা দেওয়ার পরও ঠেলে শ্রমিকদের যে মালিকেরা ও রানা বিরোধী দলের হরতাল কে অকার্যকর করার জন্য পরিকল্পিত ভাবে কারখানায় ঢুকিয়েছিলেন এই হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডই তাঁদের উপযুক্ত শাস্তি। ভবনের মালিক যুবলীগ নেতা রানাকে, নির্মাণ-প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে—এটাই এখন জনগণের দাবি।

বিষয়: বিবিধ

১০০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File