আওয়ামীলীগ ও বামরা ইসলাম বিতাড়নে উন্মাদ
লিখেছেন লিখেছেন আইল্যান্ড স্কাই ০৫ মে, ২০১৩, ১২:৩৪:০৯ দুপুর
সরকার বাংলাদেশ থেকে ইসলাম বিতাড়নের জন্য বলতে গেলে একেবারে উন্মাদ হয়ে গেছে। ইসলামি রাজনীতি বন্ধ করো। ইসলামের চর্চা বন্ধ করো। যারা ইসলাম চর্চা করে তাদের উৎখাত করো। ইসলামের মৌলিক মূল্যবোধগুলো ধ্বংস করে দাও। আল্লাহ-রাসূল নিয়ে বিদ্রুপ কারীদের মদদ দাও। বিদ্রুপ করার সুযোগ করে দাও। যারা বিদ্রুপ করে তাদের গানম্যান দিয়ে, চার স্তরের পুলিশ-র্যাবের নিরাপত্তা দিয়ে পাহারা দাও; তাদের রক্ষায় মাত্র সপ্তাহখানেকের মধ্যে ১৭০ জন লোককে হত্যা করো। যাতে তারা অবাধে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যেতে পারে, তার জন্য ভ্রাম্যমাণ টয়লেট দাও; পানি, খাবার ও অর্থ দাও। বৃহৎ আকারের দু’টি হাসপাতাল বন্ধ করে মাসাধিক কাল ধরে রাস্তাঘাট বন্ধ করে রাখো। মুসলমানের দেশে মুসলমানের মসজিদে তালা লাগিয়ে দাও, যাতে সেখানে কেউ প্রবেশ করতে না পারে। পাঠ্যবইয়ে আল্লাহকে দেব-দেবীর সমতুল্য করো। বলির মাংস খাওয়া মুসলমানের জন্য হালাল করো এই হলো সরকারের নীতি। এই নীতির যদি কেউ প্রতিবাদ করে তবে তার বুক বরাবর গুলি করে তাকে হত্যা করো।
ধর্মদ্রোহী ব্লগারদের রক্ষায় সরকার যেন একেবারে মরিয়া। তাদের পক্ষে সরকার এক যুদ্ধাবস্থার সৃষ্টি করেছে। কিন্তু শুরু থেকেই তাদের দাবি ছিল অযৌক্তিক। তারা কথিত যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামায়াত নেতাদের বিচার চায়নি। চেয়েছে তাদের মৃত্যুদণ্ড। অর্থাৎ কথিত অপরাধের মাত্রা যাই হোক না কেন, তাদের সবাইকে মৃত্যুদণ্ড দিতেই হবে। কেন? আদালত বিচার-বিবেচনা করে দেখবেন কার অপরাধ গুরু, কার অপরাধ লঘু; সে অনুযায়ী তার দণ্ড দেবেন। কিন্তু না, শাহবাগীদের দাবি হলো, গুরু পাপ লঘু পাপ বুঝি না, মৃত্যুদণ্ড দিতেই হবে। এ কেমন আজিব তামাশা! আর প্রধানমন্ত্রীও বলে বসলেন হ্যাঁ, আদালতকে জন-আকাক্সা বিবেচনায় নিয়ে রায় দিতে হবে। আর আমরা বিস্ময়করভাবে দেখলাম, এরপর জামায়াতের নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশ দিলেন ট্রাইব্যুনাল। শাহবাগীরা মিষ্টি বিতরণ করল। সঙ্গত কারণেই এ রায় যত নিরপেক্ষই হোক না কেন, সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতে পারে যে, শাহবাগীদের দ্বারা এ রায় প্রভাবিত হয়েছে। তা সত্ত্বেও ওই রায় ঘোষণার পর তো শাহবাগীদের আন্দোলন গুটিয়ে নেয়াই সঙ্গত হতো। মানুষের ভোগান্তির অবসান ঘটত। তা হতে না দিয়ে সরকার এই জজবা জিইয়ে রাখছে কেন, সেটাই এখন জনমনে প্রশ্ন।
বিষয়: বিবিধ
১০৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন