আওয়ামী লীগ করলে সব যায়েজ।

লিখেছেন লিখেছেন আইল্যান্ড স্কাই ০৪ মে, ২০১৩, ০৭:০৩:৩৪ সন্ধ্যা



তাজরীন গার্মেন্ট, চট্রগ্রামের বহদ্দারহাট ও সাভারের মত ঘটনা বাংলাদেশে আরো ঘটবে এবং সব ঘটনার কোন বিচারও কোন দিন হবে না কারন আওয়ামীলীগ সরকারের ভিতর এমনভাবে পচে গলে গেছে যা কোন সাধারণ মানুষ কল্পনাও করতে পারবে না।আওয়ামী লীগ করলেই সবধরনের দায় এড়ানো যায়।দায় এড়ানোর সংস্কৃতি এই সরকারই প্রথম চালু করেছে।আমরা দেখেছি এসরকারের একজন সাংসদ শাওন যার গাড়িতে তারই পিস্তলের গুলিতে একজনের লাশ পাওয়া গিয়েছিল এঘটনার প্রেক্ষিতে আজ পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়নি এবং তখন থেকেই এ সংস্কৃতির চালু হয়েছে। অর্থাৎ আপনি যদি কোনভাবে আওয়ামী লীগ করেন আর আপনি যতবড় খুনি-সন্ত্রাসী হোন তা তখন বিচার বিশ্লেষনের বিষয় নয় এবং এ বিশ্বাস আওয়ামীলীগ ও তার অংগ সংগঠনের মধ্যে আছে বলেই তারা সাহস পাচ্ছে নিয়মনীতি উপেক্ষা করে তাদের ইচ্ছেমত অপরাধ করতে।

বিষয়: বিবিধ

১১৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File