রাজনৈতিক কারণেও ধর্মীয় শিহ্মা আবশ্যক

লিখেছেন লিখেছেন আইল্যান্ড স্কাই ০৩ মে, ২০১৩, ০৮:৪৫:২১ সকাল

স্কুল কলেজে ইসলামী শিহ্মার অভাবে এদেশের মুসলমানদের মধ্যে নৈতিক ও পরকাল সম্বন্ধে সংশয়বাদী মনোভাব গড়িয়া উঠিয়াছে। মানুষের খাদ্যে যেরুপ ভারসাম্য (Balance) থাকা আবশ্যক অর্থাৎ দেহের উন্নতির জন্য সবরকম ( খাদ্যপ্রান) ভাইটামিন যুক্ত খাদ্য গ্রহন করিতে হয়,তদ্রুপ শিহ্মা হ্মেত্রেও ভারসাম্য থাকা আবশ্যক। ধর্মীয় শিহ্মার অভাবে জাতীয় চরিত্রে এককেন্দ্রিকতা নষ্ট হয়। প্রত্যেকে নিজ নিজ খেয়াল খুশীমত তাহাদের আদর্শ ও চরিত্র গঠন করিতে তৎপর হয়, পরিনামে জাতীয়তা ও জাতীয় একতাবোধ নষ্ট হইয়া বিভেদ সৃষ্টি হয়।দুই একটি ব্যাতিক্রম ছাড়া পৃথীবীর সর্বত্র দেখা যায় যে, একই ধর্মাবলম্বী গরিষ্ঠ জনসংখ্যা দ্বারা দেশ শাসিত হয়।

জাতীয়তা ও জাতীয় একতাবোধ বহাল রাখার জন্য আজও লন্ডনে শিহ্মার প্রতিটি স্তরে বাইবেল শিহ্মা ও চর্চার ব্যবস্হা রহিয়াছে। আমাদের সরকার বিষয়টি ভাবিয়া দেখিবেন বলিয়া আশা রাখি।এতে করে দেশে ইভটিজিং সহ নানা অসামাজিক কার্যক্রম ভালবাসা ,স্নেহ,শ্রদ্ধাবোধ সম্পর্কে আমাদের যুব সমাজ জানতে পারবে।উপকৃত হবে দেশ ও দেশের জনগন।

বিষয়: বিবিধ

১১৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File