মোবাইল-ফোন কোম্পানীগুলোর ভন্ডামী..।।
লিখেছেন লিখেছেন চন্দ্রোদয় ০১ মে, ২০১৩, ০২:০৯:৪৭ দুপুর
"দেশপ্রেমিক"-রবি কথায়? কারা যেন বলে "ভালবাসার টানে পাশে" আনে ? কোথায় সেই এয়ারটেল ? "কাছে থাকুন" নামক গালগল্প শোনায় যেন কারা ? কাদের স্লোগান "আমাদের ফোন" এই "আমরা" কারা?
দিন বদলের টেন্ডার নিয়েছে যেন কারা? সবগুলো দালাল। একটা ফ্রি কল সেন্টার খুলে দিলে বড়জোড় ৩০০০-৫০০০ যেত। তাও মনে হয় না। অথচ সবাই নীরব। এই হল এদের ভন্ডামির সামান্য নমুনা মাত্র।
এবার দেখুন তাহলে------------
দামী দামী ত্রান তহবিল দেওয়ার সামর্থ্য না থাকায় নিজেরা নিজেদের স্বল্প টাকা মোবাইলে লোড করে রানা প্লাজায় দিয়ে গিয়েছিলো ফ্রী কলিং সুবিধা ....
বড় বড় দেশপ্রেমের কথা বলা মোবাইল কোম্পানিগুলোও এই দুই তরুণের কাছে ম্লান হয়ে গেছে।
এই বিচিত্র এবং অসাধারণ দুই তরুণের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ...
বিষয়: বিবিধ
১১৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন