রবীন্দ্রনাথ ঠাকুর- আমার ভালোলাগার চরনগুলো........

লিখেছেন লিখেছেন সন্ধার মেঘমালা ০১ মে, ২০১৩, ০২:৪০:৪১ দুপুর

রবীন্দ্রনাথ ঠাকুর ।আমাদের সকাল বেলার সূর্য । রবীন্দ্রনাথের রচিত কিছু চরন আমার সবসময় ভালোলাগে.....অবশ্য এমন চরন আছে অনেক ,এই মুহুর্তে

কিছু চরন লিখতে ইচ্ছে করছে..

‘‘বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল--

পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান ॥’’

‘‘আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি

তোমার লাগিয়া তখনি, বন্ধু, বেঁধেছিনু অঞ্জলি॥’’

‘‘তুই ফেলে এসেছিস কারে, মন, মন রে আমার।

তাই জনম গেল, শান্তি পেলি না রে মন, মন রে আমার॥’’

‘‘অন্তর মম বিকশিত করো অন্তরতর হে--

নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে

জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে’’

‘‘ কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া

তোমার চরণে দিব হৃদয় খুলিয়া’’

‘‘আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে

জানি নে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না ’’

‘‘চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে

অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে ‘’

‘‘ভালোবেসে, সখী, নিভৃতে যতনে

আমার নামটি লিখো-- তোমার মনের মন্দিরে।’’

‘‘তুমি সন্ধার মেঘমালা

তুমি আমার সাধের সাধনা

মম শূন্য গগন বিহারি,

আমি আপন মনের মাধুরী মিশায়ে-

তোমারে করেছি রচনা ,

তুমি আমারই...তুমি আমারই

মম জীবন মরন বিহারি.....’’

বিষয়: সাহিত্য

৯৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File