কলঙ্কের পাহার . হাসিনা সরকার ।

লিখেছেন লিখেছেন ৭১এর চেতনা,শেষ স্মৃতি হাসিনা । ০৮ মে, ২০১৩, ১২:৩১:৪৬ দুপুর

কলঙ্কের পাহার বর্তমান সরকার -কে জানাতে চাই যে ,একথা তুমি কলঙ্কিনী জান যে বাংলার বুকে লাখ শহীদের কবর আর শহীদ মিনার রয়েছে । যদি হাসিনা তোমার মাতা নষ্ট না হতো তবে কেন যাবে ধর্মনীরপেক্ষতার সমর্থন দিতে ।পৃথীবিতে কি কোথাও শুনা গেছে যে একমাত্র মুসলমান ব্যতীত অন্য কোন ধর্মের লোকজন যুদ্ধ করে শহীদ হয়েছে ?

তাইতো বাধ্যহয়ে বলতে হয় যদি হাসিনা বেগম তুমি মুসলমানের বংশের কোন চুলাংশও হতেন তবে আজ মুসলিম ভাইদের ওপড় ইন্ডিয়ান মলাঊনদেরকে দেশে প্রবেশাধীকারের মাধ্যমে দেশ ও জনগনের এত বড় অপমান করতেনা ।দেশের প্রতি যে তোর বিন্দুমাত্রও ভালবাসা নেই তা আজ স্পষ্ট হয়ে ফুটে ওটেছে ।আর কোন দিন এ বেহায়া মুখে বলবেননা যে "আমার সোনার বাংলা"

এটা মানাবেনা !

সরকার গঠনের পর থেকে বাংলার বিডির ও আর্মি উভয়ের মধ্যকাব দ্বন্দ্ব সৃষ্টির মূল ছাবি ছিলে তুমি । সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ড । খুন ,গুম , হত্যা , আর যত অন্যায় অবিচার সবইতো তোই হাসিনা ব্যাশ্যার নেত্রীত্বে ।

ঈমান তো বিক্রি করে ফেলেছিস সেইদিন যেদিন মাথায় কাপড় আর হাতে তাসবিহ নিয়ে জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলি যে ,এই করব, সেই করব কতকিছু করবো ।

তাই আজ ইসলামে নামটা শুনতে তোর বিরক্ত লাগে আওয়ামিলীগের ।

NEXT . . . .

বিষয়: রাজনীতি

১০৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File