পর্দা অবরোধ নয় - মুক্তির পথ । প্রথমাংশের পর
লিখেছেন লিখেছেন ৭১এর চেতনা,শেষ স্মৃতি হাসিনা । ০৩ মে, ২০১৩, ১২:৩৮:০৯ দুপুর
পর্দা দু'ভাগে বিভক্ত । যথা-১।চোখের পর্দা।
২ । দেহের পর্দা।
চোখের পর্দা হচ্ছে -দৃষ্টিকে নত রাখা ।অর্থাত্ দৃষ্টিকে এমন বস্তু থেকে ফিরিয়ে রাখা যার প্রতি দেখা শরীয়তে নিষিদ্ধ ও অবৈধ । হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বর্ণনা করেন , রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন , আল্লাহ তা'আলা বলেন-``দৃষ্টিপাত শয়তানের একটি বিষাক্ত শর (তীর) । এর সূচনা হচ্ছে চোখ তুলে দেখা এবং পরিণতি হচ্ছে ব্যভিচার । সুতরাং যে ব্যক্তি মনের চাহিদা সত্ত্বেও দৃষ্টি ফিরিয়ে নেয়, আমি তার পরিবর্তে তাকে সুদৃঢ় ঈমান দান করবো, যার মিষ্টতা সে অন্তরে অনুভব করবে । '' (বুখারী)
রাসূলুল্লাহ (স.) আরো ইরশাদ ফরমান - "অনিচ্ছাকৃতভাবে হঠাত্ কোন বেগানা নারীর উপর দৃষ্টি পতিত হলে ,সঙ্গে সঙ্গে নজর ফিরিয়ে নাও ।" (মুসলিম)
হযরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম (রা.) ছিলেন একজন অন্ধ সাহাবী । একবার তিনি পেয়ারা নবী (স.)-এর খেদমতে আসলেন । এই সময় রাসূলুল্লাহ (স.)-এর দুজন সহধর্মিণী তথায় উপবিষ্ট ছিলেন । নবী করীম (স.)তাদেরকে ভিতরে যেতে বললেন ।তারা আরজ করল ইয়া রাসূলুল্লাহ , তিনি তো অন্ধ ।রাসুলুল্লাহ(স .)তখন পাল্টা প্রশ্ন করলেন তোমরাও কি অন্ধ ?তোমরা কি তাকে দেখতে পাবেনা । (মিশকাত)
আরোও আছে ... . . .
বিষয়: বিবিধ
১০৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন