মুখে বলি ইসলামের পক্ষে । প্রমাণ মেলে কাজের সাক্ষে ।

লিখেছেন লিখেছেন ৭১এর চেতনা,শেষ স্মৃতি হাসিনা । ০১ মে, ২০১৩, ১২:৪৬:০৬ দুপুর

ইসলামের আলোকে জীবন গড়তে চাই ।

প্রধানমন্ত্রির এখানে নাক গলাবার আধিকার নাই ।

গুড়িয়ে পেচিয়ে কথা বলা আমি পচন্দ করিনা । যা বলার সরাসরি বলতে ভালপাই ।আমি বলতে চাই গণতন্ত্রের সজ্ঞাটা কি মনে আছে বোবোজী ? জানারাখা উচিত্‍ যে পাঁপ কখনও বাপকেও ছাড়েনা ।

নির্বাচনের আগে যখন দেখেছিলাম হাতে তাসবিহ্ মাতায় কাপড় গুমটাদিয়ে চোখ ঢেকেগেছে ,তখন দোয়া করতাম যেন আল্লাহ তাকে হেদায়ত দেন ।

কিন্তু এখন দেখি মাথার কাপড় থাকে ইন্ডিয়া আর মাথা বাংলাদেশ ।বেশ বেশ !

হে বাংলার জনতা স্মরণ করিয়ে দিতে চাই একবার এক ব্যক্তি রাসূল (সঃ) এর নিকট গিয়ে বল্ল , ইয়া . . রাসূল (সঃ)আমার সংসারের অভাব লেগেই থাকে ।আমি কি করি ?

রাসূলে কারিম (সঃ) বল্লেন ,তোমার ঘরে পর্দার আভাব । যাও গিয়ে পর্দ লাগাও ।

*এবার বলি ~আমাদের বাংলার জনগন ঠিক সেইরকম একটা ঘরের মধ্যে বাস করছি বর্তমানে ।

একটি মুসলিম রাষ্ট্র হিসেবে যে আবশ্যক কাজ তা নিজে তো করেইনা অন্যকে আরো ডেকে আনে খুলা মাটে ।প্রজন্ম চত্বর একটি প্রধান দৃষ্টান্ত ।কি লিখব অনেক কথা মনে যন্ত্রণা হয়ে ঊড়াউড়ি করছে । কি রেখে কি লিখি বুঝতে পারছিনা ।

*

বিষয়: বিবিধ

১০৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File