হেফাজতে ইসলাম ঠিকই আছে । আওয়ামিলীগ ভুল দেখছে ।
লিখেছেন লিখেছেন ৭১এর চেতনা,শেষ স্মৃতি হাসিনা । ০১ মে, ২০১৩, ০২:৩৫:৫০ রাত
একটা জীবন একটা মরণ ।
কাছে আসলে কিছুইনা ।
দূরে গেলেতো আর ভাবি-ই না !
বাঁচতে যদি হয় , করবনাকো ভয় ।
ইসলামী রাজ্য করবো কায়েম রক্তের বিনিময় ।
কথা .....
আজ ৩০ এপ্রিল ২০১৩ ,
বিটিভিতে একটি টকশো দেখলা ।পুরোটা দেখিনি !
যেটুক দেখলাম ,মনে হল যারা এখানে বসে কথাবার্তা বলছেন কত্তযে ইসলম ধর্মের প্রতি শ্রদ্ধাবান ও কতযে জ্ঞানী । যেভাবে ক্বোর্আন শরীফ থেকে আয়াত পাঠ করছেন আর তার ব্যাখ্যা সহ অনুবাধ করছেন । বাহঃ ।
কোর আন পাঠকরে আর বক্তৃতা দিয়ে তাদেরকে বোঝানো যায় যারা মুর্খ । সুতরাং ,হেফাজতে ইসলামকে কোন অন্য কিছু না ভেবে তাদের সাথে যক্ত হওয়া অনেক উত্তম কাজ হবে ।
আরও আছে . . . . . পরে লিখছি ।
বিষয়: বিবিধ
১২০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন