সাংবাদিকের চিকিৎসা

লিখেছেন লিখেছেন ঘারতেরা ০৮ নভেম্বর, ২০১৪, ০৫:৫৯:২৯ বিকাল

আমি তখন খুব ছোট। আমাদের বাড়ীতে যতগুলো কুকুর থাকতো তারা প্রায় সবাই একটা পর্যায়ে এসে বোবা হয়ে যেত এবং কোন কিছু খেতে পারতোনা তখন মুরুব্বীরা বাচ্চা পোলাপানদের পরামর্শ দিত ঐ কুকুরটির মুখে পশ্রাব করে দিতে। তখন আমরা বাচ্চারা কুকুরটির মুখে পশ্রাব করে দিলে কুকুরের অসুস্থতা সেরে যেত। বর্তমানে সাংবাদিকদের এই রোগ দেখতে পাচ্ছি তারা সত্য কথা লিখতে ভয় পাচ্ছে অথবা বোবা সাঝছে। এখন সাংবাদিকদের চিকিৎসায় কি ব্যবহার করা উচিৎ বলে মনে করেন বন্ধুরা দয়া করে কমেন্টস করে জানান

বিষয়: বিবিধ

১১১৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

282369
০৮ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
ইমরান বিন আনোয়ার লিখেছেন : সত্য কথা লিখতে না পারাটা সাংবাদিকদের রোগ কিনা তা আমার জানা নেই! তবে বর্তমানে আমাদের দেশের সাংবাদিক ও নেড়ি কুকুরদের মাঝে দারুণ একটা সাদৃশ্য আমি খুঁজে পেয়েছি। সেটা হল, তারা উভয়েই তাদের প্রভূদের সেবা করে যাচ্ছে! এটাকে নির্লজ্জতা না প্রভূ-সেবা বলব; সে সিদ্ধান্তের ভার আপনার উপরই ছেড়ে দিলাম।

আমার কবিতা পড়ার আমন্ত্রণ রইল।
282371
০৮ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
ঘারতেরা লিখেছেন : ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । আর আমার কাছে ভালো চিকিৎসা নাই বলেই কিন্তু আপনাদের সরনাপন্ন হয়েছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File