আহলে হাদিসগণ আসলে কি চান?
লিখেছেন লিখেছেন ঘারতেরা ০৭ ডিসেম্বর, ২০১৩, ১২:৪৩:১৪ দুপুর
আমি আহলে হাদিস মাদারটেক জামে মসজিদে শুক্রবার নামায আদায় করি কারন তাদের খুতবা শুনতে আমার ভালো লাগে । আমানুল্লাহ মাদানী সেখানে ইমামতি করান কিন্তু মাঝে মাঝে তাদের কথায় আমার কেমন যেন এলোমলো লাগে। তারা ভোট পদ্ধতিকে বিশ্বাস করেন না আবার বলেন ইসলাম যুদ্ধে নয় সুন্দর ব্যবহারে এসেছে মানুষের কল্যাণে এসেছে । আমার কথা তাহলে ভোটে সমস্যা কোথায় ভালো ব্যবহার ও কল্যাণে যদি ইসলাম আসে তাহলে মানুষতো ভালো ব্যবহারকারীদের ভোট দিবে। উনাদের ভোটে ভয় কারন ভোট পদ্ধতিতে কোনদিন ইসলামী দল ক্ষমতায় আসতে পারবে না। উনারা ব্যবহারের সাথে শক্তিতে বিশ্বাস করেন না তাহলে কেমনে আসবে ইসলামী দল ক্ষমতায়। প্রায় প্রতি শুক্রবারই সুরা ফাতিহা শেষে জোরে আমিন বলার কথা বলে অন্যদের সমালোচনা করেন যেটা আমার মনে হয় বিভাজন তৈরী হয়। জুমার নামায ছারা অন্য নামাযে প্রায় দেখা যায় ইমাম সাহেব পর একটা কাতার ২য় কাতার গ্যাপ তার আবার ৩য় কাতার বিষয়টা আমার কাছে অদ্ভুত লাগে।আবার আসাদুল্লাহ গালিব সাহেবের আশুরা সম্পকে ওয়াজ শনলে মনে ইয়াজিদ কোন ভাবে কারবালার ব্যপারে দায়ী ছিলনা। রাজ্জাক বিন ইউসুফ সাহেব ছোট বেলায় পড়া একটি হাদিসকে জাল বলেন যে ঈদের দিন একটি বাচ্চা কান্নাকাটি করা অবস্থায় একাকি বসেছিল নবীজি তাকে নতুন জামা কাপড় কিনে বাড়িতে নিয়ে গেলেন এইটা জাল হাদিস কারন তার নিজেরই তো সময় সময় কয়েকদিন চুলা জ্বলতো না তাহলে জামাকাপড় দিলেন কিভাবে আবার তিনিই বলছেন রমজান মাস আসলেই নবীজির দান ঝড়ের মতো গতি পেতো। আমি কোন ক্ষোভ থেকে নয় আরও বেশি করে জানার জন্য লেখাটা দিলাম।
বিষয়: বিবিধ
১৩৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন