শফি সাহেবের তেঁতুল রস ও কামশক্তিহীন পুরুষ

লিখেছেন লিখেছেন ঘারতেরা ১৫ জুলাই, ২০১৩, ০৬:০৩:৪১ সন্ধ্যা

আল্লামা শফি এমন কথা বলেছে কিনা সেটা দেখা বা শুনার সুযোগ আমার হযনি। তবে যদি বলে থাকেন তাহলে আমি বলব পর্দার সাথে যেকোন মহিলা তার কর্মকেক্ষে যেতে পারেন। যেখানে গেলে তার ইজ্জত আব্রুর ক্ষতির সম্ভবনা নাই। কারন পর্দার ব্যবস্থা এসেছে নারী ঘর থেকে বাহির হওয়ার জন্য। নারী যদি ঘর থেকে বাহির নাই হতে পারবে তাহলে পর্দার কোন প্রয়োজন ছিল না। আর যেই কথা নিয়া এতো নাড়াচারা সেই তেঁতুল এর ব্যপারটা তিনি ঠিকই বলেছেন তার এ কথার সাথে আমি একমত। সত্যিই কোন মহিলা খোলা কাঁচা তেতুঁল দেখলে যেমন তার মুখে রস আসে তেমনি রাস্তায় বর্তমানে কিছু কিছু মহিলা যে ভাবে উলঙ্গভাবে চলাফেরা করে তাদের দেখে যদি কোন পুরুষের মনের মাঝে আলোড়ন সৃষ্টি না হয় তাহলে বুঝা ঐ ছেলের কোন কামশক্তি নেই। ওটা কাপুরুষ রুগী।বর্তমানে মেয়েরা বিদেশী স্টাইলে যে ভাবে স্বল্প বসনে উড়না ছাড়া চলাফেরা করছে তাতে করে উল্টা সমাজে ইভটিজিং মারাত্বক হারে বেড়ে গেছে।

অতএব এই ব্যপারটা নিয়ে মিডিয়া যে ভাবে উঠেপরে লেগেছে তাদের বলব, অযথা দেশে গ্যানজাম না পাকিয়ে যেসকল মহিলারা রাস্তাঘাটে এভাবে চলাফেরা করে তাদের হাত থেকে যুব সমাজকে রক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা করুন সেটাই হবে জাতীর জন্য মঙ্গলজনক।

বিষয়: বিবিধ

১৬৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File