সরকার গেছে পাগল হইয়া

লিখেছেন লিখেছেন আবুসাঈদ আনসারী ০৯ মে, ২০১৩, ০৩:১৯:১৭ দুপুর

সরকার গেছে পাগল হইয়া

তারা একটা রায় চায়!

পুলিশ গেছে পাগল হইয়া

ঐ যে দেখ শিবির যায়।

সরকার গেছে পাগল হইয়া

সব মজলুমের বিচার চায়

বুবু গেছে পাগল হইয়া

দেশ নেত্রীর ফিচার চায়!

সরকার গেছে পাগল হইয়া

আমার দেশের ক্ষতি চায়

মন্ত্রী গেছে পাগল হইয়া

সেতু ভাইঙ্গা নাও বায়!!

সরকার গেছে পাগল হইয়া

নেতা গুলা জুতা খায়

কারো কারো মাথা গরম

ঠান্ডা বোতলের গুতা খায় !

সরকার গেছে পাগল হইয়া

বিশ্বজিতের চামড়া খায়

কিছু মাইয়া পাগল হইয়া

শাহাবাগে আমড়া খায়!!

সরকার গেছে পাগল হইয়া

ভালো লোকরা জেলে যায়

যারা গুনডা চইড়া হুনডা

সেনচুরি খেইড় খেলে যায়!

সরকার গেছে পাগল হইয়া

নাকে তেল দিয়া ঘুম যায়

তাদের সামনে ইলিয়াসরা

বাড়ি থাইকা গুম যায়!

সরকার গেছে পাগল হইয়া

সাগর রুনি খুন যায়

বুবুর পোলা ডলার মাইরা

খুব সুখে হানিমুন যায়!!

সরকার গেছে পাগল হইয়া

গদি নিয়া থাকতে চায়

বিরোধী রে মাইর দিয়া

প্রভু প্রীতি রাখতে চায়!!!

বিষয়: সাহিত্য

১৭৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File