আমার লাশ ভাসবে তোরাগে

লিখেছেন লিখেছেন আবুসাঈদ আনসারী ০৭ মে, ২০১৩, ০১:৩৮:৪৮ রাত

নে আমায় গুলি কর এখানে গুলি কর,

এই বুকে। মাথায় আঘাত কর।

বুলেটের আঘাতে

ছিন্ন বিছিন্ন কর আমার দেহ!

আমার নীথর দেহ খানা টেনে হিঁচড়ে তোলে নে

ময়লার ট্রাকে! আমার জমাট বাধা রকত লেগে আছে মঞ্চে, রাস্তায়, তোদের 'শুয়র মুখো ট্রাকে',

ওদিকে তাকাস না!

হাত থেকে আমার কালেমা খচিত ঘাম আর রকতে ভেজা পতাকাটা ফেলে দে!

নে নে আমায় গুলি কর এখানে গুলি কর,

এই বুকে। আমার পাগড়ি আর টুপি টা ডাসটবিনে ফেলে দে।

মোবাইলটা এক আছাড় দিয়ে ভেংগে দে।

আমাকে তোর কাটা রাইফেল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মেরে ফেল। আমার চোখ উপড়ে ফেল। ঘৃণা ভরে জগতের সব গালি আমায় দে, আমার নেতা দেরে দে, তাবৎ মুসলমান কে দে।

পা দিয়ে আমাকে সজোরে ধাককা দে। সিনেমার ভিলেনের মত অট্টহাসি হাস। আমার সতীর্থরা যারা পানি পানি বলছে, তাদের কে 'মর শালা' বলে দে ধমক। নে নে আমায় গুলি কর এখানে গুলি কর। এই বুকে।

আমার শরীরটাকে রাস্তা ভেবে তার উপর দিয়ে তোদের ট্যাংক তোলে দে। হুইসেল বাজাতে বাজাতে বাংলার সবচেয়ে নিষ্পাপ ফুলের কাছে থেমে যা। ইলেকটরিসিটির তার কেটে দে। সাদা সাদা পাখিদের ডানা ভেংগে দে। এবার ট্রিগার টিপ।

সাদা মেঘের মধে্য লাল আভা ছড়িয়ে দে। প্রতিযোগিতায় মেতে উঠ, ধংসের প্রতিযোগিতায়, হতা্যার প্রতিযোগিতায়, শোসনের প্রতিযোগিতায়...!

আমার নীথর দেহ খানা টেনে হিঁচড়ে তোলে নে

ময়লার ট্রাকে। এবার ঝড়ের বেগে ট্রাক চালা, পৃথিবীর তাবৎ শকতি দিয়ে ট্রাক চালা, লাশের স্তূপ নিয়ে ট্রাক চালা, স্বজনের আর্তনাদ নিয়ে ট্রাক চালা,

শকুনের জন্য ট্রাক চালা, সজোরে ট্রাক চালা।

এইতো আকাশের সম্রাট উঠতে একটু এখনো দেরি।

এইতো তোরাগের পাশে এসে গেছে ট্রাক।

লক্ষ লক্ষ মানুষকে দিয়েছে যে

তাহারতের পানি, আমাকে ফেলে দে তাতে । পানি তে পড়ার আগে লুফে নেবে আমায় আদমের পূর্বসূরিরা। যদিও আমার লাশ ভাসবে তোরাগে।

তাহারতের তোরাগে, স্বপ্নের তোরাগে।

নে আমায় গুলি কর এখানে গুলি কর,

এই বুকে।

London

06.05.2013

বিষয়: সাহিত্য

১৮৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File