প্রজাপতি আপার কান্ড দেখুন............
লিখেছেন লিখেছেন আফ্রিদি ১২ জুন, ২০১৩, ১১:২৫:০৩ সকাল
স্রেফ ১৫ মিনিটের ফটোসেশন ভিজিটে নিউইয়র্কে আসছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি! জাতিসংঘের ইউনেস্কোর সংস্কৃতি বিষয়ক একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে বুধবার সকালে নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে তার। তবে সময়ের হিসাবে সে কর্মসূচির সর্বোচ্চ ১৫ মিনিট পেতে পারেন দীপু মনি। তাও ফ্লাইট শিডিউলে সামান্যতম হেরফের না হলেই তা সম্ভব হবে।
সূত্র জানিয়েছে, শেষ ১৫ মিনিটের ফটো সেশনে হয়তো যোগ দিতে পারবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
এদিকে, পররাষ্ট্রমন্ত্রীকে অন্তত সেটুকু সময়ের জন্য হলেও বৈঠকস্থলে হাজির করা নিয়ে ঘুম হারাম হয়ে গেছে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের।
মিশনের একটি সূত্র জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী ফ্লাইট নির্ধারিত হিসাবে স্থানীয় সময় সকাল ১১টা ২৫ মিনিটে পৌঁছাবে জনএফ কেনেডি বিমানবন্দরে। চেক আউট করতে সময় লেগে যাবে আরও ৩০ থেকে ৩৫ মিনিট। সে হিসাবে দীপু মনির হাতে নিউইয়র্কের ম্যানহাটানে জাতিসংঘ সদর দফতরে পৌঁছাতে হাতে থাকবে মাত্র ১ ঘণ্টা।
উল্লেখ্য, ইউনেস্কো আয়োজিত সংস্কৃতি উন্নয়ন বিষয়ক হাই প্রোফাইল মিটিংটি শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়। শেষ হবে দুপুর ১টায়।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন বাংলানিউজকে জানান, “সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালানো হবে শেষ মূহূর্তে হলেও পররাষ্ট্রমন্ত্রীকে অনুষ্ঠানস্থলে হাজির করানোর। ফ্লাইট শিডিউলে হেরফের না হলে আমরা তা পারবো।”
বিষয়: বিবিধ
১০৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন