ফেলানী, বোন আমার ক্ষমা করে দিস

লিখেছেন লিখেছেন পাখি ভাই ০৮ সেপ্টেম্বর, ২০১৩, ০১:৪০:৫৮ দুপুর

ফেলানী, বোন আমার ক্ষমা করে দিস। তোর জন্য আমার হৃদয় কাদলেও কারার কিছু নেই রে! তুই তো আর শেখের বেটির কোন রাজাকার মন্ত্রির মেয়ে নস, নস মুজিবের কোন এক অপুরনীয় স্বপ্নের ফসল। তুই তো কোন এক অভাগী মায়ের বুকের মানিক। যাদের হাত ভাতের থালা আর ধানক্ষেতের গোড়া অবধী-ই, তার বাইরে নয়। তাদের হাত তো আর আমার নেত্রীর মসনদ পর্যন্ত পৌছায় না রে! তোর জন্য সরকার তোর বাবা মা কে নিজের সবটুকু সম্বলের বিনিময়ে হলেও আন্তর্জাতিক আদালতে মামলা দিতে বলে। কি সৌভাগ্য তোর বাবা মায়ের জন্য! য়েখানে সমস্ত রাষ্ট্রযন্ত্র তাদের পরামর্শক! সরকার জানে তোর সামান্য মৃত্যুতে তাদের দু শাসকের বন্ধুত্যের কোন কমতি হবে না। তোর বাবার এত টাকা নেই যা দিয়ে সে আন্তর্জাতিক আদালতে লড়বে। তোকে নিয়ে কোন রাজনিতীকের মাথ বেথা নেই, কারণ তোর বাবার সমাজে কোন প্রভাব নেই রে! তুই বড় অভাগী বোন আমার, কেন ঔ হায়েনাদের কাঁটাতার পেরুতে গিয়েছিলি? যাক বোন! তুই আমাকে ক্ষমা করে দে! আমি পারছিনা তোর হয়ে মিছিল সমাবেশ করতে! তোকে নিয়ে আজ আমি রাস্তায় নামলে আমার একমাত্র জীবনের নিরাপত্যা কে দেবে রে বোন? কারন? আমিও তোর মত বাবার একমাত্র ছেলে। তোর বাবা মায়ের কাছে যেমন তোর ৪০কেজি লাসের ওজন অনেক বেশি, তেমনি আমার বাবার কাধে আমার লাসের ভার পাহাড়সম। আমি আমার বাবার কাধে সেই ভর তুলে দিতে চাই না। তোকে পাখি ভেবে গুলি করেছিল বি এস এফ, আর আমাকে? সন্ত্রাসী, রাজাকার, দেশদ্রোহী বানিয়ে দেযা হবে ক্রসফায়ার। আমি তো রাজাকার বা রাজাকারের দোসর হব। দেশদ্রোহী! আমি সেদিন হব দেশদ্রোহী। হুম, সেটা তো দেশদ্রোহীতাই! সেটা তো একটা দেশ, তাদের বিরুদ্ধাচরণ করা? তাও আবার সরকারের বন্ধু? না বোন, আমি পারবো না। আমাকে ক্ষমা কের দে বোন! ক্ষমা করে দে!

বিষয়: বিবিধ

১৬৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File