নবীন-পাঠক .................মিলন মুহাম্মদ

লিখেছেন লিখেছেন মিলন মো রাকিব ২১ আগস্ট, ২০১৫, ১১:৪১:২০ রাত

নবীন-পাঠক

.................মিলন মুহাম্মদ

হে নবীন,

তুমি গল্পের সাথে অল্প করে মিথ্যে মেশাও

তুমি যুক্তি দিয়ে সত্যকে করো আড়াল।

তুমি অনাগত পথে বিষফোঁড়া মাত্র

তুমি কবি নও, তুমি চাড়াল।

হে পাঠক,

তুমি যা দেখ তাতেই কেন শান্তি খুঁজো?

কিছু প্রতারক মুখোশ পরে, সেটাকি বুঝো?

দেখ, তারা ফ্যাকাশে হাতে আলপনা রং মাখে

তারা মধুর চাকে লবন ছিটিয়ে জিহবা দিয়ে চাখে।

নবীন-পাঠক

সজাগ হও, সাবধান করো

চেয়ে দেখ সব আঁধার।

পেছনে শুধু হতাশার ছবি

পাবে না সময় কাঁদার।

............................ ২১ শে আগষ্ট, ২০১৫; ঢাকা।

বিষয়: বিবিধ

১১৬৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337432
২২ আগস্ট ২০১৫ রাত ০৪:৪৬
প্যারিস থেকে আমি লিখেছেন : চমৎকার।
337447
২২ আগস্ট ২০১৫ সকাল ০৯:১০
নাবিক লিখেছেন : ভালোলাগা+++

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File